ভোর এত দূর !

 ভোর এত দূর 



ভোর সন্ধে বেলা, 
মাথায় হাত কেন?
ঠাকুমা বলে যেত, 
দিত বকুনি যত।

আজ তো তারা নাই, 
বসে আছি, খালি চোখ,
খালি মাথা, খালি আকাশ,
কাহিল শরীর, কাহিল মন।

মেঘলা আকাশ, চতুর্দিক আঁধার,
বর্ষার দুপুর, সন্ধ্যার শুধু আভাস।
এর ই ভেতর, ধেয়ে এল অবসাদ, 
এত আঁধার কেন, কালো মনের আকাশ।

কোথায় আলো, কোথায় আলো,
এই তো সবে দ্বিপ্রহর গেল, 
সন্ধ্যা, তুমি কি আসবেনা?
না এলে যে রাত হবে না।

রাত তুমি এসো, 
এসে ভোরের পথ খুলে দাও। 
দেখাও একটু আলো, 
কিছু আলকিত করো ।

ভোর তুমি এত দূর কেন, 
করো কেন এত ছলনা।
তুমি কি কারো লজ্জাবতি ললনা,
নাকি-আমি হলাম তোমার খেলনা?

ভোর এত দূর কেন, 
সন্ধ্যাও যে সবে গেলনা।
রাতের আঁধার আরও গভীর ,
সবই তো তোমার রচনা।

হে বিধাতা, এযে তোমার অবিচার,
কারে রাখো তুমি কেন অভুক্ত,
কারে রাখো তুমি সঙ্গহীন।
কারো আঁধার যে বড় ঝলমলে 
আবার কারো যে, নিকষ কালো।

কারো ভোর যে খুব সুখের, 
কিছু আমদানি, কিছু ভালো লাগার,
কারো ভোর যে শুধু আর একটি দিন,
ঘাম দিএ রক্ত ফেলে, বিনিময় 
শুধু কটি গালি, শুধু অপমান ।

এসো হে বিধাতা, দাড়াও এদের পাশে,
বাড়াও তোমার হাত, সরাও নাগ পাশ।
দাও আমাদের ও , একটু ছোট অধিকার,
ঘুম দাও রাতের আঁধারে 
ভোর দাও মধু ভরে।

জানি তবে তোমারও অবস্থান,
তোমার উপস্থিতি, কথা,
বৃথা নয় সে গল্প, সেই গান।
খুলিয়া দাও চোখ মোদের
মেলিয়া ধর মোদের হাত, 
আমরাও যে তোমারই,
তোমারই সব সন্তান।

অনুপ মুখার্জী "সাগর"

3 comments:

  1. ভোর দুর, তবে বেশ কাছেই আছে। রাত অনেক গভীর, খুব অল্পই বাকি

    ReplyDelete
  2. ভোর অনেক দূর, তবে খুব বেশি দূর না। রাত অনেক গভীর, তবে অল্পই বাকি। ঈশ্বর পরীক্ষা নিচ্ছে। ফলাফল দেরি নেই

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency