ভরসার হাত

 


ভরসার হাত

মায়ের হাত।


তোমারই হাত মা

যা আমার ভরসা

আমি ঝড়ে উড়ে আসা

খড় কুটোর মতন ।

আমি তো ঢেউয়ে ভাসা

কারো ভাঙ্গা ভেলার মত।

আমি তো বৃষ্টির নিরুদ্দেশ

সেই জলের ফোঁটার মতন।

ঈশ্বরের কৃতি আমি, 

তার ই রচনা আমি,

তবু আমি অজন্মা,

অনুপস্থিত, অদেখা,

যেনো সেই ঈশ্বরেরই

ছিলাম এক প্রতিলিপি।


তোমার ভুবনে আসিয়া আমি

পেলাম মাগো মোর পরিচয়।

তোমারি ভিতর মা আমার,

দেখিলাম সেই ঈশ্বর।

তোমারই হাত ধরিয়া মাগো

পরিচিত হইলাম আমি, 

ঈশ্বর যেথা ফেলিল মোরে,

সেথায় কোলে তুলিয়া তুমি

ধরিলে আমারে, দুই হাতে।


ওই দুই হাতে করিয়া ভরসা

তোমারই দুই হাত ধরিয়া

হইবো বড়, হই পরিচিত।

ধরে থাকো আমার এই 

কটি ছোট্ট আঙ্গুল,

দেখাইয়া দাও মোরে 

চিনিয়া দাও পৃথিবী তোমার।

তোমা ছাড়া তো ভরসা নেই,

ও মা, মা গো আমার।

ভরসা আর কোথা আছে মা?

যে ভরসা, তোমারই হাতে,

মা গো আমার।


1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency