অবলার অ-বলা: মা মেয়ে সংবাদ

 


অনেক কথা বলতে বাধা, ছোট বেলা থেকে শুনে এলাম। কেনো? কেনো? কেনো?

শুধু একটাই কারণ যথেষ্ট, আমি মেয়ে।

আমি মেয়ে, সে তো আমার দোষ? মা, যদি সেটা আমার দোষ তো আমাকে জন্ম কেনো দিলে মা।

জন্ম দেওয়া তো আমার হাতে না, তোর আর আমার কর্মের দোষ।

মা, মেয়ে হবে না ছেলে, যখন আমাদের হাতে না, তখন আমরা কেনো দোষী। তুমি মা, তুমি ভাই কে জন্ম দিলে, ঠাম্মা বাবা কে জন্ম দিলো, কিন্তু কেনো তুমি আমি বা ঠাম্মা সেই জায়গা পেতে পারিনা যেটা ভাই বাবা বা দাদু পেতে পারে।

সোনা আমার, আমরা মেয়েদের জাত, আমরা অবলা। আমাদের বল তো সেই বাবা, দাদা, স্বামী নিয়ে।

মা, স্বামী থাকা মানেই তো সম্পত্তি থাকে হবে। আমরা কি শুধুই সম্পত্তি,?

জানিনা রে, এটাই তো শুনে এলাম, দেখে এলাম, আর জীবন কাটিয়ে এলাম।

মা, আমরা অবলা না মা, আমাদের সব কথা কিন্তু অ বলা রয়ে যায়। আমরা যে নিজেদের মনের কথা বলতে পারি, তাহলে তো বলা যাবে না। আমাদের কে কথা গুলো "অ বলা" রাখতে বাধ্য করা হয়, কারণ আমাদের "বলার" আবেগ আর স্রোত হয়তো অনেক কিছু ভাসিয়ে দেবে।

হয়তো তাই, কিন্তু আমরা তো সব কিছু ধরে রাখার দায়িত্ব নিয়ে চলি তাই আমরা ভাঙতে পারি না, ভাসিয়ে দেওয়া না, ধরে রাখা আমাদের কাজ।

মা, এই অবলা হওয়া আর অ বলা না থাকতে চাওয়া, এর ভেতর টানাটানি তে আমাদের নিজস্ব তো কিছু থাকছে না।

ঠিক বলেছিস।

কিন্তু কেনো?

কারণ টা তো অ বলা রে। দেখ কোনো দিন যদি তোরা বলতে পারিস।

অনুপ মুখার্জী "সাগর"


1 comment:

  1. Excellent 👌 it's really true, many occasions I feel sorry for them, but it's life. We have to accept it.

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency