অন্ধকারের ভয় ?

 


'উফফ, কী অন্ধকার বাবা। তোমার ভয় করে না অন্ধকারে?' ছেলে কে নিয়ে আমার আত্মীয়র গ্রামের বাড়ি থেকে সন্ধে করে বেরুলাম। বাইক এ আমরা, গ্রাম এর সরু রাস্তায় একটি দুটি বাড়ি থেকে আলো উঁকি মারছিলো। গ্রামের সীমানা ছাড়ার পর সম্পূর্ন অন্ধকার এ ঢুকে ছেলের মন্তব্য শুনলাম। 

' মানুষে এত অন্ধকারে কীকরে ঘোরা ফেরা করে? গ্রাম এ কোনো রাস্তায় আলো নেই।'

' তোমার কী ভয় করছে? আর একটু বেশি করে দেখো,' বলে বাইক এর আলো নিভিয়ে দিলাম। ছেলে পেছন থেকে প্রায় চিৎকার করে উঠলো, '  এটা কি করছো? নিজের হাত ও খুঁজতে হবে এত অন্ধকার।'

আলো টা জ্বেলে বললাম, "কিসের ভয়, ভুত? না কী শুধু অজানার ভয়? ভূত তো অতীত, তাকে কিসের ভয়? অজানা তো ভবিষৎ, তার জন্য তো তোমাকে, আমাকে, সবাই কে তৈরি হতে হবে, তৈরি থাকতে হবে। যে অজানা তাকে আবার ভয় কী? বর্তমান, সে তো সর্বদাই আলো আঁধার এর খেলা, আঁধার কে চোখে সহ্য করে এগুবে তবেই তো আলোর দেখা পাবে। আবার আলো দেখে এ ভেবো না যে তুমি চিরও আলোকিত কোনো পথে আছো, কারণ আঁধার তো তোমার সাথেসাথে চলছে। আলো তে চোখ কান খুলে রাখবে, আঁধার রাস্তায় চলা সহজ হবে। "

"আলোয় তুমি অনেক মানুষ দেখবে, তাদের থেকে হয়তো আশা করবে, আবার আশাহত হবে। নিবিড় ঘন আঁধার এলে তুমি নিজেই নিজের সাথী হয় উঠবে। আশা থাকবে না, নিরাশাও থাকবেনা। তাহলে কোনটা ভালো? আঁধার ভালো হলো না কি?"

"কিন্তু এত অন্ধকারে তো কিছুও দেখতে পাওয়া যায়না, সেখানে ভয় করবে না?"

"আলোয় যখন সবাই কে দেখবে তখন তো নিজেকে দেখার অবসর পাওনা, অন্ধকারে নিজের অন্তরের ভেতর টা খুঁজে দেখো, নিজেকে দেখতে পাবে। আর কিছুতেই ভয় করবেনা।"

কথায় কথায় বড় রাস্তা এসে গেলো, আঁধার এর গল্পঃ কথা বড় রাস্তার আলোর ঝিকিমিকি তে হারিয়ে গেলো।


অনুপ মুখার্জী "সাগর"


1 comment:

  1. খুব সুন্দর শিক্ষা গল্পের মাধ্যম

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency