সাগরের তীরে দাঁড়ায়

সাগরের তীরে দাঁড়ায় 

(রচনা ২৫-০১-২০০৮, মরিশাস )

আর একটা দিন, আর একটা রাত 
ঠায় দাঁড়িয়ে আছি, আধ ডোবা, সাগরের জলে। 
এতো কাছে থেকেও , মনে হয়ে কত দূর, 
বেঁধেছি অজানা অদ্ভুত চোরা ব্যথা ,
যেন এই সাগরের চোরা বালি। 

রাতের অন্ধকারে থাকি একা, কান্দি একা ,
ঠান্ডা বালু, পায়ে ছুঁয়ে যায় ঠান্ডা নোনা জল 
যেন কত মানুষের দুঃখের অশ্রু 
জড়ো হয়ে সৃষ্টি করেছে এই নোনা সাগর। 

জলের ঢেউ নিয়ে যায় টেনে পায়ের তলার বালি 
মাথায় খালি, মন ও খালি, দুটি হাত, তাও খালি। 
শরীর দুর্বল, শেকড় আলগা, ডাল শুকায় ,
যেন যাবার সময়ে এসে গেছে, ডাক আসে। 

ওই দেখো জোয়ার আসে, এই বোধ হয়ে ডাক আসে 
আসে বোধ করি আমার বন্ধু, যে আছে সাগরের অন্তরে। 
জোয়ারের জল  এলো, ঘিরে নিলো আমাকে, 
ডুবে গেলাম তার ভেতর, অথচ জল তো সরে গেলো, 
আমি দাঁড়িয়েই থাকলাম, সেই অন্তরে। 

কত কত বার আসে জোয়ার, চলে যায় ভাটায়, 
দেহ ভিজে যায় সাগরের ছোঁয়ায়, 
বার বার সে সরে যায়, কত রাত কত অশ্রু ছেড়ে,
আমি থাকি নিজের অশ্রু জলে। 

এরই ভেতর রচনা হয়ে কত কত ইতিহাস, 
দেখি কত মানুষের অশ্রু, কত রাত্রির কালিমা। 
কত মানুষের হাসি, কত দিনের উজ্জ্বলতা
কত কত শয়তানি, কত কত হিংসা। 

আমি এখনো আছে সেই তিমিরে, 
একটি জোয়ার আসবে, সাথে আনবে এরম একটি ভাটা 
নিয়ে যাবে আমাকে একটা টানের সাথে 
চির বন্ধু চির বান্ধবের পাশে। 

শিকড় হবে ছিন্ন, মিশিয়ে যাবো 
এই নোনা অশ্রু সাগরের অন্তরে 
পাবো আমার চির মুক্তি আমার সাগরের বুকে। 

1 comment:

  1. অনুপ বাবু, লিখেছেন খুব ভাল তবে জীবনে শুধু নিরাশা , আশার জায়গা কিন্তু অনেক বেশি।
    মৃত্যু, সে একদিন আসবেই, মুক্তি, আমরা পাবো এক দিন । আসুন, তার আগে একবার ভাল করে বেঁচে নেওয়া যাক না কেন

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency