আমার চাঁদ

 চাঁদ, আমার চাঁদ।



সবাই উত্তেজিত, খুশি, ভারত এর চন্দ্রযান ৩ চাঁদ এর জমি তে নামলো। আমি ও খুশি।


কিন্তু আমার চাঁদ নিয়ে চিন্তিত! নাহ, আমি কারও চাঁদু ছিলাম না, মানুষে কটাক্ষ করার জন্য যদিও বলতো ' চাঁদু, বড় লাফাচ্ছিস, মারবো এখানে লাশ পড়বে চাঁদে' । কোনো চন্দ্রিমা ও পাইনি, কারো চেহারা কে চাঁদ এর মত করে ভাবতে পারিনি।


আমি তো নিজের ব্যক্তিগত চাঁদ নিয়েই ব্যাস্ত। আমার চাঁদের কৃষ্ণ পক্ষ যে হয়ে না। সেই যে তিরিশ বছর বয়েস ধরতে ধরতে চাঁদ নিজেকে ঘন কোঁকড়ানো আবরণ থেকে অনাবরণ করা শুরু করলো, সে প্রক্রিয়া তো থামলোনা।


ওই চাঁদ পূর্ণিমার পরেই অমাবশ্যার দিকে এগিয়ে যায়, আমার চাঁদ তো শুক্ল পক্ষের চতুর্দশী, পূর্ণিমা আসছে আসছে করছে, আবার মনে হয়ে, নাহ্, এখনও পূর্ণিমা আসেনি। আর একটু গোল হবে, আর একটু চমকাবে।


ব্যাস, আমিও ৩০ বছর ধরে চাঁদের সেবায় ব্রতী। তেল, জল, সাবান, ক্রীম, যখন যা দিয়ে মনে হয় চমকে দিই। আবার উদাস মনের সঙ্গে খাপ খাইয়ে কখন শুকনো ছেড়ে দিই।


আমারই তো চাঁদ, দক্ষিণ মেরু খুঁজতে গেলে বিপদ, গোল চক্করে কোনা কোথায় খুঁজবো।


নিজের টা নিজেই নিয়ে ভালো আছি, খুশি আছি। তোরা যে যা বলিস ভাই, আমার নিজের চাঁদ চাই। 


অনুপ মুখার্জী "সাগর"

1 comment:

  1. বেশ লাগলো ❤️ একে বলে আত্মতৃপ্তি মা খুব কম মানুষের থাকে

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency