এক যে ছিল দেশ

এক যে ছিল  দেশ 

২ এপ্রিল ২০২০




এক যে ছিল দেশ 
তার ছিল এক রাজা ।
রাজার নাম ছিল ভীমপলাশী খাঁ 
যুদ্ধ সে জিতে ছিল, ভীমপলাশী গ্রাম। 

সেখানে মন্ত্রী ছিল দুজন 
হরি ঘোষ, তার সাথে নন্দ ঘোষ
দুই ভাই, এক জন , এক জন
একের ছিল গরু মোষ, 
অন্য করতো শুধু দোষ।  

তাদের ছিল এক খাজানা ,
জড়ো হতো সেখানে, 
দেশের যত খাজনা 
মালিক ছিল সেখানে, 
এক গৌরী সেন। 

রাজ্যের ছিল এক কোটাল ,
সৈন্য ছিল তার শুধু  কটি 
ছিল না যে তার ঢাল তরোয়াল 
নাম ছিল তার নিধিরাম সর্দার। 

রাজা যে ছিল ভীমপলাশী , 
শুনতো সারা দিন শুধু সেতার , সরোদ 
সাথে তবলা, আর নাচিয়ের ঘুঙুর 
বলতে সবে, গা রে তোরা রাগ  ভীমপলাশী । 

কাজ কম্মো দেখতো না কিছু, 
প্রজা এলে ধমক দিতো শুধু। 
ডাকতো খালি গৌরী সেন রে, 
কহিত, খাজনা কত পড়লো রে। 

ডাকতো আরো হরি ঘোষের, 
কইতো  হেঁকে, গরু দুধ কত দিলো রে। 
শরীর ঠিক জুৎ পাইনা, 
কলসি  ভর্তি দুধ পাঠা না রে। 

নন্দ ঘোষ কে দেখেই উঠতো রেগে 
কেন আছিস তুই রে জেগে। 
বলেছি না, তুই শুধু ঘুমোবি, 
নাহলে তো খালি দোষ করবি !

কোটাল রে ডেকে কহে যে রাজা 
ঢাল নেই তরোয়াল নেই, 
সেপাই তোমার সব তাল পাতার 
কি করে নিজেরে বল, নিধিরাম সর্দার। 
মনের দুঃখে সব দরবারী 
চোখের জল ফেলে বারি বারি। 
ধুতি তুলে, দরবার ছেড়ে 
চলে নিজ নিজ ঘর বাড়ি। 

হরি ঘোষ গেলো নিজের গোয়াল
গুনে দেখে কত আছে  গরু, মোষ 
পুকুরে কত রুই, আর আছে বোয়াল 
গোয়াল এর ময়লা দেখে, শুধু করে রোষ। 

নন্দ ঘোষ কে দেখে , 
রাস্তায় সব মানুষ হাঁসে ,
আঙ্গুল তুলে খালি বলে 
যত দোষ নন্দ ঘোষ। 

রাজার অরাজকতা দেখে 
খাজাঞ্চি মনে পায় খেদ 
প্রজারে ডাকিয়া কইসেন  
যে যা করবি কর, 
লাগে টাকা দেবে গৌরী সেন। 

কোটাল মশাই কি আর করে, 
তাল পাতার সেপাই ডাকে 
 আজ থেকে তোদের ছুটি, 
সৈন্য তোরা নিজেরা 
গড়ে তোল দুটি। 

আমায় রাজা তাড়ায় কহিল 
আমার নেই ঢাল- তরোয়াল ,
তবুও তো আমি থাকবো সদা 
একাই এক, নিধিরাম সর্দার। 


অনুপ মুখাৰ্জী "সাগর "



2 comments:

  1. সুকুমার রায় কে চ্যালেজ

    ReplyDelete
  2. খই ধরার চেষ্টা করছিলাম। খুব ভাল লাগলো।

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency