বাংলা শিখবো, এটা আমার দায়িত্ব বোধ

বাংলা শিখবো, এটা আমার দায়িত্ব বোধ




আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলা, বাংলা ভাষা লেখা আর পড়া, সেটা আমাদের থেকে আমাদের জাতির আর সমাজের সাধারণ আশা।  বাংলা ভাষা পৃথিবীর এক মাত্র ভাষা যার জন্য দুই দেশের মানুষ প্রাণ দিয়েছে পুলিশ এর গুলি তে, এটা এক মাত্র ভাষা যে ভাষায় লেখা গান আজ দুটি দেশের রাষ্ট্রীয় গান, আর আরেকটি দেশের রাষ্ট্রীয় গান বাংলায় লেখা থেকেই অনুপ্রাণিত। 

২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস, বিশেষ করে বাঙালির কাছে খুব প্রিয় দিবস, যদিও ভারতে আমাদের জন্য ২১শে ফেব্রুয়ারির সাথে সাথে ১৯শে মে ও সমান প্রেরণার দিবস।  যে ভাষার জন্য আমাদের ভাই বোনেরা প্রাণ দিয়েছে, সেই ভাষার প্রতি আমাদের কর্তব্য হলো সেই ভাষা কে মনে প্রাণে আঁকড়ে থাকা, ভালোবাসা। আমরা অনেক গুলো ভাষা শিখতে পারি, প্রবাস আর ব্যবসার খাতিরে অনেক ভাষা শিখতে, পড়তে, লিখতে, বলতে পারি। কোনো ভাষা ভালোবাসতে পারি, কিন্তু আত্মার কাছে তো শুধু বাংলা, কারণ সেটাই আমাদের পরিচয়। ভাষার সাথে এই একাকীত্ব সব ভাষাভাষির একই প্রকার।  

বাংলা শিখবো, বলবো, লিখবো, পড়বো। তাতে তো লজ্জার কিছু নেই। তবে কেন আজ বহু বাঙালি বাংলা বলছে না, কিসের জন্য? অনেকে বলে সরকারের দোষ, কিন্তু সরকার তো ভাষা শিখতে মানা করছে না। আমরা কি আশা করি আমাদের কে চামচ করে ভাষা খাইয়ে দেওয়া হবে? সেটা তো সম্ভব না। ভারতে অনেক ভাষা, আর সব প্রান্তের মানুষই সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, নিজের গ্রাম-শহর থেকে বহু দূর জীবন কাটছে মানুষের। 

কোন জাতি বা ভাষা কে বাঁচতে হলে সর্ব প্রথম দরকার নিজের বর্তমান কে মজবুত ও গর্বিত করে তোলার। এ দায়িত্ব কোন সরকারের বিশেষ করে ভারতের মতন এক বহু ভাষী বহু বৈচিত্র্য তে ভরা দেশের কেন্দ্রীয় সরকার এর ঘাড়ে চাপিয়ে নিজের কাঁধ ঝেরে ফেলা নিজেকে আরও দুর্বল করা। মনে রাখা উচিত 'মারিলে ঠাকুর, না মারিলে কুকুর'। যদি একটু সভ্য ভাষায় বলি তাহলে বলতে হবে 'সবলে পুজে সবে, দুর্বলে শুধু করুনা'। 

বাংলা ভাষা কে পুনঃস্থাপিত করার দায়িত্ব এখন আমাদের। আমি মাঝে মাঝে একটি কথা শুনেছি, "হিন্দি নাকি সাম্রাজ্যবাদী ভাষা।" কিন্তু নিজের ভেতর তাকিয়ে দেখি, আমরা পাবো, আমরাই তো দুর্বল। 


 জাতি সত্তা আজ কোথায়? আজ আমাদের ভেতর বেশ কিছু আমরা আছি, যারা নিজেদের ভাষার ওপর গর্ব করা ভুলে গেছি? আজ কত পরিবার আছে যারা সন্তান কে হাত, পা, নাক, চোখ, হাঁটু আর কনুই না শিখিয়ে hand, leg, nose, eye, knee and elbow শেখায়ে? নিজে কে আমি সম্মান না করলে সে দোষ আমার, নিজের ভেতর টা খুঁজে দেখতে হবে।  

দুটো বা তিনটে ভাষা এক সাথে চলতে পারে কি না, সমস্যা সেটা না। সমস্যা হলো বাংলা কেন শিখবো, সেটার একটা যুক্তি পূর্ন কারণ আত্মিক ভাবে বোঝা।  সব শিক্ষা আজকের  দিনে পরীক্ষা, চাকরি, ব্যবসা ইত্যাদি তে অন্যদের থেকে এগিয়ে থাকার, আর প্রবাসী হিসেবে সেই এগিয়ে যাবার লড়াই তে বাংলার হয়তো খুব বেশি দরকার নেই। কিন্তু তাবলে কি নিজের পরিচয় পাল্টে ফেলবো ? আমার মনে হয়ে না। 

কিছু মানুষ বলছে একটা বর্জন করে অন্যটা শেখও আবার কিছু মানুষ বলছে অত মাতামাতি করে লাভ কি ভাষা নিয়ে, যাতে কাজ বেরোয়ে সেটা বল। আমার বক্তব্য হল ভাষা কে ভালোবাসা শেখানো খুব দরকার, যত টা মা বাবা, বাড়ি, কে ভালবাসবো ততটাই ভাষা কে ভালবাসবো। ভাষার ভালবাসা একটি অন্তর্নিহিত ভালবাসা হওয়া উচিত, একচেটিয়া প্রেম নয় । আমি এক সাথে দুটো ভাষা কে ভালবাসতে পারি, আর সেই শিক্ষা টাই আমাদের শিখতে হবে, এবং উত্তরসুরিদের শেখাতে হবে। ভাষা থাকলেই জাতি থাকবে, জাতি থাকলেই পারিবারিক পরিচয়।

আজ সামাজিক মাধ্যম, ইন্টারনেট আর প্রযুক্তিগত নানারকম সুবিধা আছে, যার ব্যবহার করে আমরা ভুলে যাওয়া ভাষা আবার করে শিখতে পারি, শেখাতে পারি। দরকার শুধু সেই আগুনের একটা ফুলকি, যা মাতৃ ভাষা শেখার ইচ্ছে টা সবার ভেতরে ছড়িয়ে দেবে। আসুন, আজ, এই মাতৃ ভাষা দিবস উপলক্ষে আমারে নিজেদের উৎসর্ব করি, জ্ঞান এর বেদি তে নিজেরা নিজেদের কে নিবেদন করি। 


অনুপ মুখার্জি "সাগর"



2 comments:

  1. একদম ঠিক। ছোট বেলার থেকে শিখলে দুটো কেন তিনটে ভাষা ও শেখা যায়

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency