প্রাপ্তির সন্তুষ্টি ও অভিমান

প্রাপ্তির সন্তুষ্টি ও অভিমান 


জীবনে পাখির চোখ ছিল,
আমার যা পাওয়ার, সেটা যেন পাই 
না পাওয়ার হিসেবে 
হেরে যাতে না যাই। 

সে বলেছিলো আমার কথা শুনবে, 
সে শুনিয়েছিল আমার প্রতি কর্তব্যের কাহিনী,
দিয়েছিলো সে অধিকার,
আমি তা গ্রহণ করেছিলাম। 

অধিকারের তো ব্যবসা হয়না ,
কর্তব্য তো মূল্য হীন, 
দুটি কথা আমি সংসার কে 
বোঝাবার চেষ্টা করেছিলাম। 

কারো কর্তব্যের মূল্য দেব ?
তা তো দেওয়া যায়না, 
অমূল্যর মূল্য নির্ধারিত করবো?
তা তো করা যায়না। 

অধিকার কেউ ছিনিয়ে নেবে ?
তা তো দেওয়া যায়না,
আমার প্রাপ্য আমি ছেড়ে দেব, 
সেই প্রতিশ্রুতি তো আমি দিই না। 

আমার কর্তব্যের প্রতিশ্রুতি, 
সেটা আমি পালন করেছি,
অন্যে অসন্তুষ্ট! তা থাক,
কর্তব্য পরিভাষা, তা তো আমিই দিয়েছি। 

তোমার কর্তব্য আমার প্রতি,
সে তো তোমার দায়িত্ব,
তোমার ক্ষমতার বেশি ?
তা তো আমি দেখিনি , 
কর্তব্য পরিভাষা? সেও আমিই দিয়েছি। 

আমার অধিকার, আমি নিয়েছি,
অন্যের কর্তব্য, আমি বাধ্য করেছি। 
না পাওয়ার হিসেবে, 
পাওয়ার হিসেব, আমি করেছি। 

হিসেবের প্রতিদ্বন্দ্বিতা ?
আমি তাতে জিতেছি 
জয়ের হার, তাও পরেছি ,
হার আমি নিজেই নিয়েছি । 

প্রাপ্তির অভিমান,
পৃথিবী থেকে কেড়ে নিলাম,
জয়ের হারের মূল্য, 
কিছু হয়তো হারিয়ে দিলাম। 

না পাওয়ার হিসেবে 
আমি বিজয়ী হলাম। 
প্রতিবাদী আমার জীবন 
সব আমি ছিনিয়ে নিলাম । 

কেউ বলিল, সং সেজে,
শুধু শব পেলাম !
আমি বলি, আমি বিজয়ী , 
কেউ বলিল, 
আমি আজ  অ - জয়ী  

4 comments:

  1. Very interesting analysis. Beautifully worded and expressed. Must read. I read it twice to understand it. Keep it up

    ReplyDelete
  2. Very interesting analysis. Beautifully worded and expressed. Must read. I read it twice to understand it. Keep it up

    ReplyDelete
  3. Very interesting analysis. Beautifully worded and expressed. Must read. I read it twice to understand it. Keep it up

    ReplyDelete
  4. Thanks dear. Your words matter a lot

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency