বাবা, এবার বাড়ি চলো
(রচনা ১৩ জুলাই ২০১৯)
বাবা, ওঠো, এবার বাড়ি চলো
ঘর যে ভীষণ ঠান্ডা,
শরীর খারাপ তোমার।
আমার যে সর্দি হবে
সেটাও তুমি জানো।
দেরি হলো অনেক বাবা,
এবার ওঠো, বাড়ি চলো।
বাবা, আমার ভালো লাগছেনা
তুমি এরকম শুয়ে আছো,
না ঝগড়া, না বকুনি, কিছু তো বলো,
কথা বলো বাবা আমার ,
এবার ওঠো, বাড়ি চলো।
ডাক্তার ডাকছি, খুলতে বলো,
তোমার জন্য গাড়ি দাঁড়িয়ে,
জামা পরো, বাড়ি যেতে।
এবার ওঠো, বাড়ি চলো।
বাড়ি তে মা বসে আছে,
তোমার জন্য রান্না করে,
বাড়ি তে ছোট্ট বাচ্ছা ডাকে,
দাদু আসবে, ঝগড়া করবে।
চিমটি কাটবো, দৌড়ে পালাবো,
দাদু সাথে আমি খেলবো।
দাদুর কোলে চুপটি করে
আমি দেখো শুয়ে পড়বো।
ঝগড়া না, বিরক্ত না,
কিছু আমি করবো না ,
শুধু দাদু কে নিয়ে এসো ,
প্লীজ, দাদু কে নিয়ে এস।
আর কত দেরি করবে ,
তুমি বলেছিলে আমায় ছাড়বেনা
একা যাবে না কোনো থানে,
সদাই থাকবে আমার সনে।
আমি তো সে দাঁড়িয়ে আছি,
চলো, এবার বাড়ি চলো,
চলো আমার পাশে বসো ,
এবার ওঠো, বাড়ি চলো।
Khub bhalo hoeche
ReplyDeleteA feeling everyone has experience when our parents leave us. Well expressed
ReplyDeleteKhub darun!!
ReplyDelete