গুবলির কবিতা এপ্রিল ফুল করোনা
কবিতার লেখক গুবলি মার্চ ২৮ ২০২০
আমি তোমাদের গুবলি
চিনতে ভুল করোনা।
ঘরে আমি বন্ধ আছি
বাইরে যে ভূত 'কোরোনা ' .
পয়লা এপ্রিল আসে যখনই
তোমরা আমাকে fool বানাও।
সবাই মিলে আমাকে ক্ষেপায়
এপ্রিল ফুল এপ্রিল ফুল।
ভেবেছিলাম এবার আমি
একটু খানি বড়ো হয়েছি।
ভাংবো তোমাদের মজাকরা
বানাবো আমি এপ্রিল ফুল।
ঠাকুর বললো,ওরে সোনা ,
ছোট্ট তুমি, দুষ্টুমি করোনা।
এসে গেছে পাজি রাক্ষস,
'কোরোনা ', পাজি 'কোরোনা '।
তোমরা আমার কথা শোনো ,
দুষ্টুমি তোমরাও করোনা।
আমার সাথে খেলা করো,
বাইরে তোমরা যেওনা ,
পাজি ভূত রাক্ষস দেখো ,
আসছে তেড়ে 'কোরোনা'।
Khub bhalo
ReplyDeleteKhub bhalo
ReplyDeleteDaarun 👍
ReplyDelete