ধান গাছের তক্তা

ধান গাছের তক্তা 

আমরা কি ধান গাছের তক্তা দিয়ে বানানো তক্তপোষে আকন্দ গাছের ছায়ায় বসে সোনার পাথর বাটি তে কাঁঠালের আম সত্ত খেতে খুব ভালো বাসি আর কিছু মানুষ সেটাই খাইয়ে খাইয়ে আমাদের বোঝাতে থাকে যে আমাদের পেট ভরা আছে।



'বন্ধু গণ, আজ আপনাদের মাঝে এই জন সমুদ্র  তে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছে।  আমার পরিচয় আপনাদের সাথে সেই ছোট বেলা থেকে।  আমি আপনাদের কোলে পিঠেই মানুষ হয়েছি, এই গ্রামের স্কুল এই পড়েছি আর তার পর জেলার কলেজ এ পড়তে গিসলাম।  আমার পরিবার আর পাঁচটা পরিবার এর মতো দিন আনে দিন খায় পরিবার ছিল।  আমার মা বাবা আমাকে অন্যায় করতে শেখায়নি।  আমি কলেজ এ থাকা কালীন অন্যায়ের বিরুদ্ধে উঠে দাড়াঁতে বাধ্য হয়ে যাই যখন দেখি আমার এক সহপাঠী কে কলেজ পরীক্ষা তে বসতে দেয়া হবে না কারণ, ... কারণ, সে নিজের গ্রাম এ যেতে বাধ্য হয়েছিল বাড়ি তে অসুস্থতার জন্য।  অরাজকতার  রাজত্ব, মেনে নিতে পারিনি, সেই বিদ্রোহের দাম দিতে হয়ে, কিন্তু আমার আত্মা, আমার সিদ্ধান্ত, ওরা ভাঙতে পারেনি।  কলেজ শেষ করা হয়নি, কিন্তু আমি আপনাদের, এই সমাজের, এই রাজ্যের মানুষের সেবার ডিগ্রি, তার সান্ত্বনা পেয়েছি।  আপনারা জানেন আমার সমাজ সেবায় সন্তুষ্ট হয়ে আমাদের মূখ্য মন্ত্রী আমাকে ১০ বছর আগে পার্টি তে যোগ দিতে ডাকেন।  আমি তখন থেকেই ওনার সাথে আছি।  গত নির্বাচন এ আমাকে দাড়াঁতে বললেও আমি দাঁড়াইনি।  কিন্তু আর আমি ওনার নির্দেষ আর আপনাদের সবার ভালোবাসার ডাক এড়াতে পারছিনা।  ওনার নির্দেশে আমি এবার আপনাদের এলাকা থেকে বিধান সভার নির্বাচন এ দাঁড়াবো।  নির্বাচনের দেরি অনেক। গত চার বছর আমাদের রাজ্যের উন্নয়ন একটি সৰ্বাঙ্গীন চেহারা নিয়েছে।  যে দিকে তাকাই, শুধু উন্নয়ন দেখা যায়।  কিন্তু এখনো অনেক কাজ করার আছে।  আর সেটা করার জন্য আমার গ্রাম, আমার জেলা আর আমার নিজের এলাকা থেকে ভালো কোনো জায়গা নেই।  আশা করি আপনারা আমাকে সর্বাঙ্গীন সমর্থন দেবেন '

'এই নেপলা, এ এতো বক বক করছে, এ তো সেই জগা  না যে আমাদের সাথে ম্যাট্রিক এ ছিল।  তার পর ইস্কুল থেকে বার করে দেয়া হয়ে। '

'ঠিক বলেছিস রে দেবু , আমিও তাই ভাবছিলাম রে।  জগা তো সেই নির্মল '

'তাই তো ভাবছি, পুলিশ কেস হয়ে নি ওর মা বাবা পঞ্চায়েত এ মাফ চাইলো আর নির্মল এর চিকিৎসার খরচ দিয়েছিলো '.

'আরে, দেবু, এ ছিল আলাদা চীজ মাইরি।  এখন থেকে ৯ ক্লাস এ ইস্কুল থেকে বিতাড়িত হলো  আর বলে যে  কলেজ এ পড়ার জন্য এখন থেকে গিসলো।  একেবারে মালস্য মাল এক খানা। '

'আমি তো শুনেছিলাম যে সোনারপুর এর দিকে কোনো জায়গায় ওর বাবা দোকান করে দিয়েছিলো।  তারপর এতো উন্নতি, এখন আমাদের উন্নয়ন করতে আসছে। '

'সোনারপুর? আমি তো শুনেছিলাম বাংলাদেশ মুর্শিদাবাদ এ নাকি এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা করতো। '

'তা নেপলা, তুই বোধ হয়ে ঠিক শুনেছিস  কারন এতো পায়া ভারী হয়েছে তা সেটা মুর্শিদাবাদ এর এক্সপোর্ট ইম্পোর্ট এ খুব তাড়াতাড়ি হয়ে যে।  তা হটাৎ এখানে এসে কি উন্নয়ন করবে রে। '

'মাথা খারাপ না আমাশা? জগা  উন্নয়ন মানে নিজের জোগাড়।  দেখবি রেল লাইনের আর বড়ো  রাস্তার ধারে  যে পুকুর গুলো  কচুরি পানা  তে ভরে  আছে সেগুলো বোজানো হয়ে, জমি পরিষ্কার হবে, অরে সেখানে নতুন করে পুকুর খোঁড়া হবে।  আর কিছুও খুঁড়তে আর বোজাতে হবে না, যা পুকুর যেমন আছে তেমন থাকবে। '

'তা ঠিক বলেছিস, আর ও যে এতো উন্নয়ন উন্নয়ন এর  গান গায়ে তার কি  ?'

'হাঁসালি  রে দেবু, দেখ তুই আমি যে তিমিরে, সেথাই  থাকবো। মাস এর মাইনে এনে মাসকাবারি বাজার করবো, আর রাস্তার দু ধরে দাঁড়ানো বিনা লাইটের  ল্যাম্প পোস্ট , বিনা টিনের বাস স্ট্যান্ড, বিনা পিচ এর পাকা রাস্তা, এ সব দেখে উন্নয়ন এর গান শুনবো, গুড় বাতাসা  দিয়ে জল খাবো আর জগার পার্টির দেয়া ধানগাছের তক্তা দিয়ে বানানো তক্তপোষ এ গা এলিয়ে বসে থাকবো। ' 

জুন ১৩, ২০২০

No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency