পুঁচকির স্বপ্ন
পুঁচকি আমি, ছোট্টো অনেক
ডরায় সবাই মোরে
খালি বলে ওরে গুবলি,
চোর নিয়েই যাবে তোরে।
জানি তোমরা বোকা বানাও,
ভাবো কেন এতো বোকা
আসলে কি যেন
তোমরাই হলে বোকা।
আমি অনেক পড়া করবো
বি এ এম এ পাস্ করবো।
অনেক অনেক পড়া করবো
হবো দেশের রাষ্ট্রপতি।
ভয়ে দেখাবো তোমাদের দেখো
গরু কে আমি বলবো ডেকে
তাড়া করো সিং বাঁকিয়ে
যারা আমায় ডাকতো বকে ।
আরশোলা কে বলবে ডেকে
বাঁচতে চাস তো কথা শোন্
যারা ভয় পাইয়েছে পোকা দেখিয়ে
উড়ে যা তাদের পেছন পেছন।
হঠাৎ করে ঘুম ভেঙে
স্বপ্ন গেলো একদম ভেঙে।
রাষ্ট্রপতি কোথায় গেলো
মা যে ডাকে দুধ খেতে।
দাদু ডাকে আমার সোনা
মনে হচ্ছে একটু রেগে
অনেক টা আদর করে
ডোরেমন দিলো খেলতে।
না, আর ভয় দেখাবো না
এবার আমি গুবলি থাকবো
রাষ্ট্রপতি তো
আর হবো না।
Amar gubli. Khub bhalo
ReplyDeleteKhun bhali
ReplyDeleteস্বপ্ন ত এর একটু হতে পারত
ReplyDelete@swapnabhattacharjee61@gmail.com স্বপ্ন তো এক ঘুম এ শেষ হয়ে না
ReplyDelete