হে শিব।
হে মহাদেব।
তুমিই সব।
তুমি তো শিব।
চল তুমি, অচল তুমি।
আজন্ম তুমি, অজন্মা তুমিই।
অমর তুমি, কাল তুমিই।
জীবন তুমি, জড় তুমি,
প্রাণ তুমি, অপ্রান তুমিই।
তুমিই সৃষ্টি, তুমি আদি,
রচনাও তোমাতে, তাণ্ডব তুমিই।
প্রেম তুমি, বৈরাগ্য তুমি।
বিষ পান এ নীলকন্ঠ তুমি।
সতী দাহ তে সংহার তুমিই।
তুমি আশ্রয়, আমার, সবার,
নিরাশ্রয়, নিরাকার তুমিই।
শরনাগতের আশ্রয় তুমি,
কোলে টেনে নাও হে মহাদেব,
বিধাতা আমার শুধু তুমি।
সন্তানে রাখো দয়া,
বিশ্বাসের রাখো মান,
সন্তানের অশ্রু মুছিয়া
দয়া করো, দয়াল হে।
হে শিব, হে মহাদেব,
জয় হোক তোমার,
ত্রিলকেস্বর, হে।
অনুপ মুখার্জী "সাগর"
হে মহাদেব।
তুমিই সব।
তুমি তো শিব।
চল তুমি, অচল তুমি।
আজন্ম তুমি, অজন্মা তুমিই।
অমর তুমি, কাল তুমিই।
জীবন তুমি, জড় তুমি,
প্রাণ তুমি, অপ্রান তুমিই।
তুমিই সৃষ্টি, তুমি আদি,
রচনাও তোমাতে, তাণ্ডব তুমিই।
প্রেম তুমি, বৈরাগ্য তুমি।
বিষ পান এ নীলকন্ঠ তুমি।
সতী দাহ তে সংহার তুমিই।
তুমি আশ্রয়, আমার, সবার,
নিরাশ্রয়, নিরাকার তুমিই।
শরনাগতের আশ্রয় তুমি,
কোলে টেনে নাও হে মহাদেব,
বিধাতা আমার শুধু তুমি।
সন্তানে রাখো দয়া,
বিশ্বাসের রাখো মান,
সন্তানের অশ্রু মুছিয়া
দয়া করো, দয়াল হে।
হে শিব, হে মহাদেব,
জয় হোক তোমার,
ত্রিলকেস্বর, হে।
অনুপ মুখার্জী "সাগর"
Om namo shivaya 🙏
ReplyDelete