এসো রাত,

  এসো রাত,





এসো আঁধার রাত, এসো,

এসো, আমার কাছে এসো

এক সাথে চলি চলো, এসো

আমার আঁধার, কাছে এসো ।


এক অস্তিত্ব, নির্মল আঁধারে

 মোরা দুজনে, হারাই একাত্ম,

চলো যাই কোনো অশান্ত কোণে,

দেখো ওই, নিদ্রা হীন ব্যথিত চোখ।


স্পর্শে তোমার মৃদু আঙুলের 

ঘুম পাড়ায় দিই, এসো দুই জনে,

গভীর আঁধারে দুরে জাগে দেখো,



রাতের অন্ধকারে কেহ নাহি দেখে,

অশ্রু ব্যথিত মানুষের, এসো,

আলিঙ্গন এ তোমার আবদ্ধ করে

এসো, তারে দিই কিছু সাহস ভরে।



গভীর অন্ধকারে চারি পাশে,

মানুষের কান্না বাতাসে ভাসে,

নিপীড়িত. দুঃস্থ, দুর্বল সেই হাত.

ধরে পৌঁছে দিই, চলো নতুন ভোরে।



এসো, এসো, রাত, এসো এসো,

আলিঙ্গন আমায় করো, এসো.

এসো, দিশা হীন আঁধারে আটক 

কাউকে পৌঁছে দিই নতুন আলোকে।


এসো, এসো, আঁধার রাত এসো,

নিষ্পেষিত করো তোমারই আলিঙ্গনে,

আমি মিশে যাই তোমাতে,

তুমি, মিশে যাও আমাতে।



অনুপ মুখার্জি "সাগর"



8 comments:

  1. আপনার লেখা এক অন্য স্তর এ পৌঁছে গেছে। এত গভীর আর সুন্দর ভাবে নিজের চিন্তা ধারা কে প্রস্তুত করা, দারুন। এ গুলো কে একটা বই এ পাবলিশ করে দিন

    ReplyDelete
  2. Khub bhalo laglo pore...

    ReplyDelete
  3. "এসো আঁধার রাত" পড়ে খুব ভালো লাগলো। সুন্দর এক্সপ্রেশন।

    ReplyDelete
  4. এত ভালো আর অদ্ভুত লেখা, বউ পাবলিশ করলে অনেকেই পড়তে পারবে। অদ্ভুত।

    ReplyDelete
  5. খুব ভালো লাগলো সুন্দর এক্সপ্রেশন

    ReplyDelete
  6. Very nice ....khub bhalo laglo.

    ReplyDelete
  7. সুন্দর হয়েছে

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency