ওহ, ছাত উল্টে গেলো
১০ টার ভেতর খাওয়া সেরে সাড়ে দশটার ভেতর বিছানায় গেছি কাল, দশ পনেরো মিনিটে ঘুমিয়ে পড়েছিলাম। এই খানিক আগে ঘুম ভাঙলো, বাইরে থেকে অনেক সারমেয় সার বেঁধে নিজেদের গলা সাধছিলো। তাদের এই অসময় সুর সাধনার কারণ খুঁজে দেখার উৎসাহ নেই, তবে ঘুম তা ভেঙে গেলো। কয়েক মুহূর্ত নিজেকে বিভ্রান্ত করার চেষ্টা করলাম, চোখ বন্ধ রেখে, কারণ খুললে তো ঘুম টা পুরো ভেঙে যাবে।
নাঃ, থাকতে না পেরে চোখ খুললাম, খুলে তো হার্ট এট্যাক হবার অবস্থা। দেখি আমি তো দাঁড়িয়ে আছি, আমার পিঠ দেয়ালে, দেয়ালেই তোষক লাগানো। কাঠের দরজা খোলা রেখে ঘুমোই সাধারণত, তাই শুয়ে ছিলাম, কিন্তু এ কি? জালির দরজা তো নেই, মেজে তে একটা চতুষ্কোন জায়গা তে জালি লাগানো, তাতে তো পা রাখলেই ভেঙে যাবে, আর তার নিচে কিছুও নেই, যেন অসীম আকাশ এ মেঘের ওপর আমার এ ঘর, জালির দরজা খুলে আকাশে উড়তে হবে ! আমার তো পাখা নেই, কি করে কি করবো ?
মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। ভাবলাম জোরে আওয়াজ দিয়েই কারো কে ডাকবো, কিন্তু গলায় তো আওয়াজ নেই। খেয়াল এলো, সিলিং পাখা তা চলছে, কিন্তু সেটা তো আমার সামনের দেয়ালে, একটা কি করে সম্ভব ! জানলার কাঁচ গুলো বিছানায় শুয়ে খোলা যেত, কিন্তু সেগুলো পাশের দেয়ালের দরজা হয়ে গেছে। বিছানার মাথার দিকে জানালা, সেটার দিকে তাকাতেই দেখি শুভ্র কালো আকাশে অসংখ তারা জ্বলজ্বল করছে !!
এ সব কি, মাথা ভারী হয়ে আসছে, আমার শোবার ঘরের কি হয়ে গেলো, পৃথিবীর একটি পাঁচতলার ছোট্ট ঘর হঠাৎ আকাশের ভেতর, কিন্তু বাইরে এতো সারমেয়দের গলার সাধনা, মাথার গোলমাল হতে চলেছে, না কি স্বর্গীয় হয়ে গেলাম। কিন্তু কলঘরে যাবার দরকার পড়ছে, মুখ শুকনো, তেষ্টায় জিভ যেন তালু তে চিপকে যাচ্ছে। নাঃ, স্বর্গীয় হলে তো তেষ্টা পাওয়ার কথা না ?
অনেক জোর করে হাত দুটো তুলে মুখে রাখলাম, আঙ্গুল দিয়ে কপালের দু পাস টিপলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে।
এই যাহ, ঘুম তো এখন ভাঙলো, দেখলাম ঠিক ভাবেই শুয়ে আছি, তেষ্টা তে জিভ নিশ্চই তালু তে চিপকে আছে, আর বাইরে মধ্য রাত্রের সুর সাধনা, সেটাও চলছে।
যাক, জল খেয়ে নিশ্চিন্ত করলাম যে স্বর্গীয় হয়নি, জানলার বাইরে দেখলাম, না আকাশের তারা দেখা যাচ্ছে না, শুধু শহরের প্রসিদ্ধ ধোয়াঁশা, পাখা টি ও ঠিক ছাতেই আছে। সব দেখে টেকে , চাদর ঢাকা দিয়ে আরেকটা ইনিংস, ঘুমোবার ইনিংস এর জন্য তৈরী হলাম।
৩০ অক্টোবর ২০২০
বাঃ। বেশ মজা লাগলো। চালিয়ে যা। 😍😍
ReplyDeleteভাল লাগল। keep it up.
ReplyDelete👌👌👌👌👃