ডাক্তার গুবলি

ডাক্তার গুবলি 

মার্চ ২৯ ২০২০



খালি খালি বোকো সবাই 
তুই কিচ্ছু পারবিনা। 
সব সময় খেলনা চাই 
পড়া কি তুই করবিনা ?

আমি খুব রেগে গেছি 
এবার আমি বলি সবে। 
গালে হাত দিয়ে দেখবে সবাই 
হবো আমি ডাক্তার যবে। 

শুধু কি খেলনা এগুলো 
তোমরা কিচ্ছু জানোনা। 
এই দেখো স্টেথো, কাঁচি, তুলো 
সাথে ইঞ্জেকশন, ওষুধ, দেখোনা ?

এখন আমি জ্বর দেখি 
পুতুল, সিংহ আর বাঘের,
একটি বড়ো হতে দাও \
ওষুধ দেব তোমাদের। 


দেখে আমায় বলবে তোমরা 
এলো এলো ডাক্তার গুবলি। 
আমি কিন্তু ছাড়বো না 
ইঞ্জেকশন সবাইকে 
দেব ধরি ধরি। 

1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency