তারার সাথে আড্ডা


তারার সাথে আড্ডা 


হিমালয়ের কোলে, ছোট্ট একটি শহর। 
ধরমশালা, মাকলয়েডগঞ্জ, আরো কটি। 
আজকেই এলাম, অফিসের কাজ তো সারা দিন, 
রাত টা তো হবে আমার, সেটা একটা আকর্ষণ।
হোটেলে অনুরোধ করলাম, ওপর তলার ঘর দিতে, 
বারান্দা যেন খোলা যায়, 
আকাশ যেন দেখা যায়, 
সেটাই তো আমার পাহাড়ে আসার আকর্ষণ। 

এই ঠান্ডায় আপনি যাবেন খোলা বারান্দায়, 
তার চেয়ে, আসুন না, সন্ধ্যে  থেকে শুরু, 
মাঝ রাত পর্যন্ত কিছু রস, কিছু আড্ডা, 
সেটাই তো পাহাড়ের আকর্ষণ !

সবাই নিজের দৃষ্টি তে ঠিক, 
তবে আমার যে পাহাড়ের রাতের টান 
সেটা তো অন্য কেউ বুঝবে না,
আড্ডা দিলাম ছেড়ে, বসলাম বারান্দায়। 

আমার পাহাড় প্রেম, আমি খুঁজি তারা, 
তারার ভেতর আমি খুঁজি, আমার প্রেম।
সেই সব অমর প্রেম, যারা আজ সবাই তারা ,
তারা 'র ভেতর তারাই আমার আকর্ষণ। 
তারা দের ভেতর ঠাকুমা, বাবা 
আছে সাথে মা, কাকা, দাদা 
আছে আরো বন্ধু, সুহৃদ, 
আছে আত্মীয়, সাথী, সবাই 

বসে বারান্দায়, কথা বলি তাদের সাথে, 
অনুভব করি যেন তাদের স্পর্শ 
চলে আসে তারা আমার সাথে, 
তাদের আড্ডা, সেটাই তো আকর্ষণ। 


অনুপ মুখার্জি 
১৩ নভেম্বর ২০১৯

1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency