সাদা কালো দুটোই রং
মানুষ কোটি তফাৎ গড়েছে।
সাদা কাগজে যদি কালো
কালি না পড়তো, অ আ ক খ
লিখতে কি কোথায়?
লেখা পড়া তাহলে সবাই
শিখতে ভায়া বলো তো কোথায়?
সাদা মানুষ মনিব হলো, শোষক
হয়ে ছিনিয়ে নিল খাজনা খনি,
মুনিশ কালোরে মন ভুলিয়ে
নিজে হলো বণিক ধনী।
কালো যদি সোজা দাড়িয়ে
মুনিশ হতে বিদ্রোহ করতো
এত ধনী সাদা মুনিব? কেমনে
হতো, ভেবে দেখো।
আঁধার যদি না আসতো,
সকাল কেমনে হতো বলো,
২৪ ঘণ্টার সূর্য দেখে, কি করে
সব ঘুমোতে বলো।
কালো সাদা দুই আছে
একই রচনার দুই পাট
দুইয়ে মিশে এই যে তুমি
এই যে আমি, এই সংসার।
সব রঙের মিশ্রণ আছে
তবেই পৃথিবী, গৃহ, তারা,
কালো কালি লিখতে থাকি
সাদা পাতায় অক্ষর চেনা।
অক্ষরে অক্ষরে জীবন চেনো,
মানুষ হয়, শুধু মানুষ,
মুনিব না গো, মুনিশ ও না।
মানুষ হয়ে দেখি সবাই,
দিন রাত্রি, আলো আঁধার,
কাঁধে কাঁধ মিলিয়ে গাই,
মানুষেরই জয় গান।
কাঁধে কাঁধ মিলিয়ে গাই,
মানুষেরই জয় গান।
অনুপ মুখার্জি "সাগর"
Excellent thought put into words so expertly. Beautiful
ReplyDelete