মোরে মানুষ করে দাও গো জননী

মোরে মানুষ করে দাও গো জননী 

বুঝিতে যে পারি নাই গো, 


জীবন পথ ফুরাইয়া এলো, 

ফিরে তাকাই পথের দিকে, 

দেখিতে যে পাই শুধু তাদেরই 

যারা অনিয়াছিল বাধা অনন্ত,

দেখি ফিরে তাদের দিকে, যারা 

আমার ইচ্ছায় পথ চলে নাই

মোর সাথী হয়ে নাই তারা। 

হায়, দেখিবার চেষ্টা করিনিতো 

দেখিতে পাইনা তাদের কে 

যারা কোনো এক সময় হঠাৎ,

হাত ধরে ছিল মোর ত্বরে, 

পথের ধুলায় যখন লুণ্ঠিত আমি 

আমার মানসিকতা কে তুলে ধরিতে।

দেখিতে পাইনা আমার কোনো দোষ, 

নির্ভুল আমি, নাই কোনো ভুল, কোনো জেদ। 

মাগো, জননী গো মোর, 

আমি কি এতই সব কিছুর উর্ধ্বে? 

আমি কি সত্য নিষ্কলঙ্ক, নির্ভুল?

না, তা তো না মাগো আমার। 

আমি তো তোমাকে দেখিনি, 

চিনিতে পারি নাহি মোর সহোদরে  

বুদ্ধি দাও মা, জ্ঞান দাও জননীমোরে,

মোরে দৃষ্টি দাও জননী, দূর করিতে এই অন্ধতা।

মোরে শুধু মানুষ করে দাও মা 

কবির সেই আর্তনাদ মোদের বক্ষে বাজে, 

মানুষ জন্ম মোদের, এবার মানুষ করে দাও, 

সাড়া দাও হে মোর বঙ্গ জননী,

মোদের মানুষ করে দাও।

স্বার্থে অন্ধ দানব না, 

মানুষের মতো মানুষ করে দাও। 

2 comments:

Know Thyself. Only You know yourself through you internal Potency