ইচ্ছে আমার সব রঙিন
সবুজ ঘাস, সবুজ মাঠ,
যেন যৌবনের রঙিন ইচ্ছে
কাঁচা, সুন্দর, কচি উচ্ছে।
ইচ্ছে আমার অনেক গুলো,
সাদা মেঘে যেন ওড়ে তুলো,
সোনার হরিণ চাইগো আমার,
খাবো না পুসবো! কি দরকার?
ইচ্ছে মতন জিনিস চাই,
দাম কেনো চাও ভাই,
আমার ইচ্ছের দাম দেবো?
আমি কি ভাই এতই হেদো?
ছোট বেলার ইচ্ছে ছিল,
তাড়াতাড়ি বড় হবো,
বড়ো হয়ে ভাবছি এখন,
আবার কবে ছোট হবো!
ইচ্ছে তো ভাই নিয়ম নেই,
আগাছা যেন বাড়ে বেনিয়ম
লাগাম টেনে রাখো ইচ্ছের
নইলে ভাই, স্বাদ পাবে উচ্ছের।
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment