লুকিয়ে রাখো

 লুকিয়ে রাখো

লুকিয়ে রাখো, ভালো থাকবে।
কিছু জিনিষ লুকিয়ে রাখো,
ভালো থাকবে সবাই দেখো।
হৃদয়ের ক্ষত, চোখের জল,
মনের দুঃখ, সবাই কে বলবে না।
সব বন্ধু তো বন্ধু না, চোখের জল?
মুছবে না, তাই, লুকিয়ে রাখো,
চোখের জল, মনের আঘাত,
তোমার, তোমারই রাখো।

সদাই কি সব লোকানো যায়,
লোকাতে লোকাতে তো ভাই,
আমরা যে নিজেরাই শুধু শুধু
নিজেই একটা শব না হয়ে যায়।

সবার কাছে নিজেকে খুলো না, 
খুঁজে দেখো, একটু দুটি হাত আছে,
যা তোমাকে ধরবে, সামলাবে, 
কাঁধ, যেখানে মাথা রাখতে পারবে।

লুকিয়ে রাখো সবার থেকে, 
দাও উজাড় করে, অল্প জায়গায়,
যার চোখ হাসবে না, ভিজবে, 
দেখে তোমার অশ্রু, লুকিওনা সেথায়।

লুকিওনা নিজেকে সেথায়, 
যেথায় সে বোঝে তোমায়,
যে তোমার সুখে খুশি হয়ে,
তোমার কষ্টে, তোমাকে সামলায়।

বাকি সারা দুনিয়ায়,
লুকিয়ে রাখি, রাখো।
নিজেকে নিজের ভিতর,
গুছিয়ে রাখো, লুকিয়ে রাখো।


অনুপ মুখার্জী "সাগর"



2 comments:

  1. সব সময় লুকিয়ে রাখা ঠিক না। বোঝা না কমালে বোঝাটা অসহ্য হয়ে যায়, তাই বন্ধু এমন চাই যার সঙ্গে কথা বলতে পারবে আর লুকিয়ে থাকবে

    ReplyDelete
  2. Darun likhecho bondhu

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency