শুভ জন্মদিন

শুভ জন্মদিন
জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন।
শত যুদ্ধে জিতেছো তুমি,
শত ঝড় ঝাপটা কাটিয়ে
জিতেছো তুমি, এগিয়ে চিরন্তন।

প্রদীপ, যে ঝড়ের সামনে নেভেনা,
সূর্য, মেঘে ঢেকে রাখতে পারেনা।
শীতলতা ছড়াও, সবে কর শান্ত,
করে যাও, করে যাও, হয়না কি ক্লান্ত?

আজ তোমার এই শুভ দিনে 
প্রার্থনা ঈশ্বরের কাছে করি,
শুধু শুভ জন্ম দিন না, শুভ হোক,
তোমায় প্রতি টা মুহূর্ত, প্রতি দিন।

মা বাবার সম্মান, গর্ব তুমি, 
সমাজের কাছে এক উদাহরণ।

উন্নত হও, সফল হও, 
জীবন হোক সুন্দর,
সব দিন হোক সুন্দর, স্বচ্ছল,
সফল, আনন্দময়, সম্মানিত।

জন্মদিন শুভ হোক, 
আশীর্বাদপুষ্ট হোক তোমার জীবন।


অনুপ মুখার্জী "সাগর"

1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency