আয়না, এসো, কাছে
এসো সোনা আয়না,
তোমার নাম কত?
কেউ বলে আর্সি,
কেউ কয় আইনা,
কেহ ডাকে দর্পণ,
কেহ বলে মুকুর।
এসো, এসো, কাছে এসো,
একটু তোমাকে দেখি গো।
তোমারে দেখতে খুব ভালো,
তোমাতে তো শুধু আমাকেই দেখি,
তাই তুমি ভালো লাগো।
আমাকে দাও তুমি যেনো
আমি হবার আশ্বাস,
নিজের ভেতর তোমার
আমাকে ধরার বিশ্বাস।
আমি হাঁসলাম,
তুমি হেঁসে ছিলে,
আমি কেঁদেছি, সাথী,
তুমি ছিলে।তবু তুমি
এত ঠুনকো কেনো,
ছোট্ট পাথর ও তোমাকে
কেনো ভাঙতে পারে।
আমাকে ধরে রাখো,
নিজেরে পারোনা,
সামনে যেই আসুক,
তার হয়ে যাও, শুধু
আমার হয়ে থাকতে পারোনা?
এসো, এসো, কাছে এসো,
শুধু আমার হয়ে থাকো
যেমন তোমার ভেতর আমাকে
দেখি,তেমন ই তুমিও আমার
ভেতর লুকাও,পারবে?
পারো কি না, আমিও দেখি।
সবাই তোমারে দেখতে চায়,
নিজেকে সুন্দর সেরা, বলতে চায়
দেখাই যদি আয়না কাউকে,
ক্ষেপে যায় সে কেনো?
জানো কি তুমি?
বলো তো, বলো তো দেখি।
অনুপ মুখার্জী "সাগর"
Excellent. Reminding the story of Snow white in a different way
ReplyDelete