শেষ থেকেই তো শুরু
শুরু হবার লগে গুরু
আগের টা শেষ হবে
তবেই তো নুতন শুরু।
এক ক্লাস এর পড়া শেষে,
নতুন ক্লাস এর পড়া শুরু,
স্কুল জীবন শেষের খবর,
কলেজ জীবনের সূচনা।
শেষ হলেই তো কিছু শুরু,
শুরুর আগেই তো একটা শেষ।
আইবুড়ো জীবন শেষ হলে,
দাম্পত্য জীবনের আরম্ভ হবে,
বিয়ের পিঁড়িতে বসার সময়,
আগের জীবন শেষ হবে।
কর্ম জীবন শুরু করতে,
মুক্ত শিক্ষার্থী সময়ের শেষ,
কর্ম জীবন শেষের দিকে,
আবার উড়বে মুক্ত পাখি,
কর্মী পরিচয় থেকেই একদিন
প্রাক্তন পরিচয় জানবে সবাই।
যাওয়া আসার পথের ধারে,
ভালো মন্দ, আত্মীয় বন্ধু,
এসেছে গেছে, আসবে যাবে,
রেখে যাবে স্মৃতি অনেক।
মধুর স্মৃতি, কাঁটা পথ,
সব আছে, মাত্রা প্রচুর,
মৌমাছির হুল এর জ্বালা,
মেটায়, মৌচাকের মধু মধুর,
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment