কে আমি, আমি কে?
আমি ছাত্র, শেখার নেশা,
সেই নেশাতেই নিমজ্জিত।
আমি বালক, সহজ সরল,
গুরুজনে যা শেখায়, শিখি।
আমি কে? আমি কি আমি,
আমি তো আমি হবার চেষ্টায়,
আর তোমরা কেনো চাওনা,
আমার আমি নিজের মতন।
আমি যৌবন, আমি বৃদ্ধ,
আমি জ্ঞানী, আমি অজ্ঞানি,
আমি শিক্ষক, আমি শিক্ষার্থী,
আমি গৃহস্থ, পরিবারের বৃত্তে,
আমি সন্ন্যাসী, নিজ অন্তরে।
আমি ভিক্ষুক, বিশ্বের কাছে,
আমি দাতা, দীনের কাছে,
আমি ক্রেতা, আমার দরকারে,
আমি বিক্রেতা, আমারই দরকারে।
আবার প্রশ্ন, আমি কে, কে আমি?
আমি তো শুধু আমি, তাই থাকি না!
নিজের উদ্দেশ্যে ব্যাস্ত আমি,
ঈশ্বরেরই অংশ আমি,
আমি যা আছি, আমি যা দেখাই,
আমি যে নহি নকল, আমি শুধু আমি।
আমি শুধু আমি।
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment