স্বাধীন?

 


স্বাধীন?
আমরা কি স্বাধীন?
স্বাধীনতা কী?
স্বাধীনতার অবিচ্ছিন্ন অংশ হলো
অনুশাসন আর বিধি নিয়ম।
স্বাধীনতার অধিকার ভুল
যেখানে আমি বিনা হেলমেট,
যেখানে আমি নিয়ম বিরুদ্ধে,
ভুল যেখানে আমি অন্যের
স্বাধীনতা হনন করি,
যেখানে আমি নিজের পূজা
অন্যের ঘাড়ে চাপাতে চাই,
ভুল যেখানে আমার পছন্দ
আমার খাবার, আমি চাপাই।

স্বাধীনতা হলো সেখানে
যেখানে নিয়ম সবার সমান।
পাখি, নদী, হাওয়া, এরা স্বাধীন
ওদের তো রাষ্ট্রের সীমানা নেই,
নেই ওদের ধর্ম, নেই ওদের
মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি।

ওরাও তো প্রকৃতির নিয়ম মানে
আমাদের স্বাধীনতা এই আমাদের,
আঘাত অন্য কে না করা,
নিয়ম নীতি মেনে চলা
পরস্পর কে সম্মান দিয়ে
স্বাধীনতার আনন্দ নেওয়া।

অনুপ মুখার্জী "সাগর"


No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency