স্বাধীনতা দিবসের অপেক্ষায়

 





স্বাধীনতা দিবসের সম্বর্ধনা,
জানাই সবে, চেনা অচেনা।

দেশ স্বাধীন, আমলা স্বাধীন,
নির্বাচিত করি সরকার স্বাধীন।

দেখি যখন পরাধীনের সংখ্যা,
তবু যেন জাগে আমার মনে শঙ্কা।

গগনচুম্বী অট্টালিকার ছাদের মানুষ
স্বাধীনতার মচ্ছব গান - পানের নেশা,
তারই ছায়ায় গৃহহীন, 
ভাতের জন্য পিষে মারা।

ঝান্ডা নিয়ে নেতার পাশে, 
ধবল স্নিগ্ধ কাপড় পরে,
নর নারির মিছিলে লাইন,
তারই পাশে পড়ে থাকে দেখি
ছিন্ন কিছু পদদলিত দেহ, 
এরাও কি স্বাধীন? কী বলো?

স্বাধীন নেতা, স্বাধীন আমলা,
জেদ, হুকুম, উৎকোচ, সবে স্বাধীন,
স্বাধীন প্রজা, স্বাধীন মোরা, তবু কেন?
কেন মোদের অধিকার ক্ষুন্ন ওদের হাতে?

শক্তি যখন রাজার হাতে 
তুলে দিলো দেশেরই প্রজা,
তবে কেনো সেই রাজ দরবার
প্রজা কে করে অবজ্ঞা?

তবে কি আমরা এখন লড়ছি 
একটি পূর্ণ স্বাধীনতার পথে?

অনুপ মুখার্জি "সাগর"


N

3 comments:

  1. Wonderful.....

    ReplyDelete
  2. অদ্ভুত লিখেছো। স্বাধীনতার লড়াই চিরকাল চলবে।

    ReplyDelete
  3. MR PRASANTA BANERJEE28 August 2024 at 14:25

    Very timely, very pertinent. The power has changed hands only. Individual and collective freedom lost to the power brokers and feudalists.

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency