বিধির লিখন না মাসুল
ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে
হিসাবের খাতা মেলেনি, সব হারিয়ে।
প্রশ্ন অনেক করিলাম নিজেরে
উত্তর আজও তো পেলাম নারে।
ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে
হিসাবের খাতা মেলেনি, সব হারিয়ে।
প্রশ্ন অনেক করিলাম নিজেরে
উত্তর আজও তো পেলাম নারে।
জীবন বহে গেলো নদীর জলেরে
মিলন তো হলোনা আজ ও সাগরে।
কত শত নৌকা হইলো পারাপার
শত শত জীবন নিলো জন্ম বারম্বার।
দেখিলাম কত চোখের জল
লুকিয়ে যেতে শ্রাবনের বর্ষায়
দেখিলাম কত ছাউনি
পুড়িতে গ্রীষ্মের উল্কায়।
দেখিলাম সওদাগর কত
হিসাবে মারিলো তার মুনিষেরে ।
দেখিলাম শত মুনিষেরে
হারিয়ে যেতে পৃথিবীর আঁধারে ।
দেখিলাম কিছু মানুষেরে
কর্তব্যের উনুনের গুলে জ্বলিতে
দেখিলাম কিছু মানুষেরে
সেই উনুনে রান্না সাজাতে।
হিসাবের বিজ্ঞান কণ্ঠস্থ আমার,
সেই উনুনে রান্না সাজাতে।
হিসাবের বিজ্ঞান কণ্ঠস্থ আমার,
শত পুঁথি পড়িলাম,
ভাবিলাম আমি বিদ্বান
তবুও পারিলাম না কিছুতেই
তবুও পারিলাম না কিছুতেই
বিধাতার হিসাবের হিসাব মেলাতে।
বুঝিলাম না বিধাতার এই প্রহসন,
বুঝিলাম না বিধাতার এই প্রহসন,
দেনা পাওনার গরমিল, সর্বক্ষণ।
এটাই কি বিধির লিখন?
না কি প্রারব্ধ? না কি
জীবনের অফুরন্ত ভুলের মাসুল?
০৬.০৮.২০০৮
শেষ সম্পাদিত ১ জুলাই ২০২০
০৬.০৮.২০০৮
শেষ সম্পাদিত ১ জুলাই ২০২০
Great reading
ReplyDelete