এসো রোদ, আমায় নিয়ে যাও
এসো রোদ, এসে যাও
খেলো না আর ছিনি মিনি,
এসো, এসো, নিয়ে চলো সাথে।
দাও কিছু উজ্জ্বলতা,
দাও কিছু উজ্জ্বলতা,
দাও একটু আলো,
আলোকিত করি একটি আঁধার,
দূর করি কারও অন্ধকার।
এসো রোদ, দাও কিছু জ্বালা,
মম অন্তরে, জ্বালাতে পারি
শাপিত পাপ মানসিকতা কতক।
মন যার জ্বলে ভাগ্যের পরিহাসে
শান্তির হাওয়া বহিতে পারুক,
তারও অন্তরে,
আলোকিত করি একটি আঁধার,
দূর করি কারও অন্ধকার।
এসো রোদ, দাও কিছু জ্বালা,
মম অন্তরে, জ্বালাতে পারি
শাপিত পাপ মানসিকতা কতক।
মন যার জ্বলে ভাগ্যের পরিহাসে
শান্তির হাওয়া বহিতে পারুক,
তারও অন্তরে,
শান্ত হউক প্রাণ যত
এই অসীম প্রান্তরে ।
অনুপ মুখার্জী "সাগর"
খুব ভালো লাগলো ❤️
ReplyDelete