সম্পদের তৃষ্ণা, শাশ্বত মরীচিকা,
দৌড়ে বেড়ায়, খুঁজে মরে,
সম্পদ সর্বদা অসম্পূর্ণ,
মানুষ সর্বদা হতাশ, ক্ষুণ্ণ।
দৌড়ে বেড়ায়, খুঁজে মরে,
সম্পদ সর্বদা অসম্পূর্ণ,
মানুষ সর্বদা হতাশ, ক্ষুণ্ণ।
চক্রব্যুহ, দিশেহারা আমরা,
অভিমন্যু সেজে যুদ্ধে নামিয়ে
নিজেরে করি ক্লান্ত, পরিশ্রান্ত,
বেরুবার রাস্তা কারো জানা নেই,
জানি, জীবন যুদ্ধে থাকি ভ্রান্ত।
পিপাসু? পিপাসা মেটাতে পারিনা
উড়তে থাকি চাতকের ন্যায়,
প্রাণ হারায়, দু ফোঁটার আশায়।
দুঃখ সবার, হাতে নেই সময় কারো,
তাকিয়ে দেখিনা যে, সময় তো নয় কারো।
একটু তাকাও, সময় দাও তাহারে,
যার কাছে মূল্য আছে, স্নেহ ভাণ্ডারে
মরীচিকার অন্ধ দৌড়, ছেড়ে দাও বন্ধু,
একবার বেঁচে দেখো, নির্মল
স্নেহের আড়ালে,
সম্পদ, সম্মান, সব পাবে,
নিজেরই মনের ভাণ্ডারে।
মরীচিকার পেছনে বৃথা ছোটো,
তাকায় দেখো মনের ভিতরে
প্রাপ্য খোঁজার রাস্তা বন্ধু,
তোমার নিজেরই মনের ভাণ্ডারে।
অনুপ মুখার্জি "সাগর"
Comments
Post a Comment