ছায়া, আমার ছায়া

 


ছায়া, আমার ছায়া,
আমার প্রিয়, আমার অভিন্ন,
আমার দোসর, ভালোবাসা,
আমার সঙ্গী, আমার ছায়া।

ছায়া সর্বদা সঙ্গী, কখন
লম্বা, বড়, সেই আবার
ছোট, ক্ষুদ্র, কখনো সে
আমাকে ঘিরে, আবার সেই
কখন, আমারই কোলে।

আমার ছায়া, আমার প্রিয়,
আমি ছুটি দিশেহারা,
ছেড়ে দেয় একা বন্ধু, আত্মীয়,
ছায়া ছোটে সঙ্গে, সেকি
আমার মতই সাথিহারা?

আমার বন্ধু, আমারে বোঝে,
চুপটি করে শোনে কথা,
যখন আমি বলি, মনের কথা।
কথা কয়ে শত শত, দেখে
যদি, ম্রিয়মাণ আমি।

আলিঙ্গনে বাঁধে আমাকে,
বলে, দেখো, পাশে আছি।
ঝলসানো রোদে আমি পুড়লে
স্পষ্ট ছায়া সাথেই থাকে।
ওর স্পষ্টতা সাহস যোগায়,
আমি কেনো পারিনা ওর
মতো, স্পষ্ট হতে?

ছায়া আমার আমার প্রিয়,
জীবন আমার জীবন ওর।
সবে বলে ও শুধু আলোর
মাঝে, আমি তো তারে পাই
পাশে, গহন অন্ধকারেও।
আমি তো দেখি আছে ছায়া,
আমার কোলে লুকিয়ে,
রাতের গভীর অন্ধকারেও।

অনুপ মুখার্জি "সাগর"


2 comments:

  1. এক দম ঠিক, অভিন্ন বন্ধু

    ReplyDelete
  2. দুর্দান্ত

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency