ভয়

 ভয়



ভয় কী?
ভয়ের পরে কী?
ভয় কি শুধু হারাবার ভয়?
না কী না জেতার ভয়?

ভয় কে জয় করলে 
তবেই তো জেতা হবে,
ভয় পেয়ে যদি না এগুলি 
জিতবি কীকরে, তাই শুনি।

জেতা কি শুধু অন্য কে হারিয়ে?
নাকি যেটা নিজের থেকে ভাই
নিজের বিবেক কে জিতিয়ে,
নিজেকে হারিয়ে,
নিজেই পেলাম, কিছু না খুইয়ে?


ভয় দেখালী আমায় কত,
ভয়ে পেয়ে যে রইলাম ভীতু,
ভীতু থেকেও যে হারাই যে সব,
না পেলেই তো হতাম থিতু।

জীবন গেলো যার ভয় দেখিয়ে,
আজ যে সে নিজেই ভীত,
সব কিছুরই তো শেষ আছে,
হুকুম দেয়ার সময় শেষ,
এবার তার হৃদয় কম্পিত।

ভয় পাসনা, ভয় দেখাস না,
দুটোই অবিরাম মনে রাখো
মানুষ জীবন যে এক আবর্তন,
সবসময় ভাই মনে রাখো।

অনুপ মুখার্জী "সাগর"

7 comments:

  1. খুব সুন্দর লেখা ভয় নিয়ে

    ReplyDelete
  2. Excellent 🌹

    ReplyDelete
  3. অনূপ খুব ভালো লেগেছে।আরো লেখ।

    ReplyDelete
  4. খুব ভালো হয়েছে। আজকের জীবনে সবাই ভয় দেখিয়ে নিজের স্বার্থ পূর্ণ করে।

    ReplyDelete
  5. Excellent keep it up

    ReplyDelete
  6. Very nice.This poem is very good

    ReplyDelete
  7. Beautiful expression of feelings

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency