সদ্য স্নাত
সদ্য স্নাত বসুন্ধরা, স্নাত যত বনস্পতি,
সারা রাত বৃষ্টির পর, জানালায় দেখিলাম
যেন সদ্য পুকুর থেকে উঠে আসা
ভিজে কাপড়ে মাতৃ রূপ সেই অবিরাম।
একটি পাখি ভিজে পালকে,
খাবার খোঁজার তাগিদ তার ,
হয়তো বাসায় বসে,
কচি দুটি বাচ্ছা তার !
দূরে ওড়ে কোনো চিল বা বাজ,
ভ্রক্ষেপ কোনো নাহি যে তার।
মাটির দিকে তাকিয়ে দেখি,
কাঁচা ঘরের মানুষ কাঁদে,
বৃষ্টির জলে সব ভাসলো,
জুটবে না যে আজ আহার।
বাংলো বাড়ীর ছেলে বলে,
ঘুরে আসি নদীর ধারে,
বন্যার জলে সেল্ফি আমার।
চিলের মতো উড়ে বেড়ায়,
ভ্রক্ষেপ কোনো নেই তাহার।
কুঁড়ের ঘরের ছেলে কাঁপে,
ঘরে শুকনো কিছু নাই তাহার।
অনুপ কুমার মুখার্জী
২১ আগস্ট ২০২০
A TO UPCOMING RABINDRANATH, GOD BLESS YOU SIR...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletekhub sundor barsha aar jiboner tulona
ReplyDeleteকবিতায় সুন্দর গল্প। 👍👍
ReplyDeleteKhub bhalo hoyeche Anup da.
ReplyDelete