ঘুম পাড়ানি গান

 
ঘুম পাড়ানি গান


সব মাতৃ স্থানীয় ভালোবাসার প্রতি সম্মান, যা মা, বাবা, দাদু, ঠাকুমা,  বড় দিদি, কারোও কাছ থেকে পাওয়া


কেউ আজ গান গাইতো, 
আমি একটু ঘুমিয়ে নিতাম ।


বিশ্বের এই বিশাল মহাসাগরে
জীবন খেয়ার দোলায়ে দুলে দুলে,
তার সাথে মৃদু ভাসতে থাকতাম,
আমি একটু ঘুমোতাম ।


কেউ একটু গান গাইতো, 
আমি একটু ঘুমিয়ে নিতাম ।


চক্ষে ভরে অসীম স্নেহের প্লাবন নিয়ে
আশীর্বাদ যুক্ত স্নেহিল হাতের স্পর্শে
কেউ টেনে নিত, কোলের মাঝে,
নিশ্চিন্ত করে আমাকে,
মাথায় দিতো হাত বুলিয়ে 
আমি একটু ঘুমিয়ে নিতাম ।


কেউ একটু গান গাইতো
আমি একটু ঘুমিয়ে নিতাম ।


মৃদু শান্ত স্বরের মধুর সুগন্ধে
ভোরের পাখির ডাকের গানে, 
ফুলের সুগন্ধের সুরে সুরে, 
জীবনের অহঙ্কার, কলঙ্ক, 
দিনের লাঞ্ছনা, বেদনা, 
শত্রুতা,  মিত্রতা, 
সব কিছুর ওপরে নিয়ে গিয়ে,
আমাকে ঘুম পাড়িয়ে দিতো, 
আমি একটু ঘুমিয়ে নিতাম ।


কেউ একটু গান গাইতো, 
আমি একটু ঘুমিয়ে নিতাম ।


অনুপ মুখার্জি "সাগর"





1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency