হারায় খুঁজি

 




সে এক সময় ছিল
তার থেকে বেরিয়ে আসার
সবার যে এক তাড়া ছিল
সময় কে পিছন ফেলে
আজ সবে দেখে ফিরে
আ হা সে এক সময় ছিল
বই খাতার মলাট দেওয়া
ক্যালেন্ডার এর পাতা গুলো
ফেরত যদি বাঁধানো যেতো
সময় টা কি দেওয়াল পেরেকে
ক্যালেন্ডার ঝুলিয়ে সবাই
সেই খানে তেই আটকে দিত?
সে যে এক সময় ছিল
তাকে কি আর ফেরাতে পারি?
আজ এক সময় হয়েছে,
খুঁজে মরি চারিদিক,
কোথায় গেলো জাদুগর?
কোথায় গেলো সিদ্ধ সাধু?
কোথায় তাদের সব চেলা?
ফেরত দাও কেউ গো মোরে
সে যে এক সময় ছিল,
যাবার আগে আর এক বার
বেঁচে নিই তার ভেতর,
আদর করি, আর এক বার।
সেই যে এক সময় ছিল
পাবনা তো তাকে আর,
তাও বলি বহুবার
সেই যে এক সময় ছিল,
হারায়ে খুঁজি সময় টাকে,
ফিরে আসি আবার যদি
জড়িয়ে ধরবো তাকে কসে
তারই কোলে, যাবো শেষে।

অনুপ মুখার্জী "সাগর"


1 comment:

  1. সত্যিই সেই সময়ে ভাবনা বিহীন দিনের খানিক হাঁসা খানিক কাঁদা সব জীবনের জোয়ার ভাঁটায় হারিয়েছে ।

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency