অন্য'এর কবিতা
আমার নাত্নি অন্য কে নিবেদিত
জন্ম নিলে আজ তুমি,
অন্য যে এক পরী ।
নামলে আকাশ থেকে তুমি
নিলাম আমরা ধরি ।
প্রভাত এর নাতির নাত্নি
অরুন এর তুমি আভা ।
রানীবালা বরিষে আশিস,
বলে হবে তুমি রাজরানি।
রেনুকা কহে, পৃথিবীর প্রতি রেনু,
ফোটাবে তোমার মুখে হাসি ।
সান্তনা পায় তোমার ঠাম্মা
আমিত তোমার দাদুর হাসি ।
হাত ধরে এলে আদিত্তর
নিবেদিত হইলে মায়ের কোলে ।
আনন্দে নাচে আজে সবে,
অরুণ -অংশ, অরুণিমা, আর সবে ।
৩১ আগস্ট ২০১৯
আমার নাত্নি অন্য কে নিবেদিত
জন্ম নিলে আজ তুমি,
অন্য যে এক পরী ।
নামলে আকাশ থেকে তুমি
নিলাম আমরা ধরি ।
প্রভাত এর নাতির নাত্নি
অরুন এর তুমি আভা ।
রানীবালা বরিষে আশিস,
বলে হবে তুমি রাজরানি।
রেনুকা কহে, পৃথিবীর প্রতি রেনু,
ফোটাবে তোমার মুখে হাসি ।
সান্তনা পায় তোমার ঠাম্মা
আমিত তোমার দাদুর হাসি ।
নিবেদিত হইলে মায়ের কোলে ।
আনন্দে নাচে আজে সবে,
অরুণ -অংশ, অরুণিমা, আর সবে ।
৩১ আগস্ট ২০১৯
Amazing. Interwoven with the blessings of all our forefathers and mothers. Beautiful
ReplyDelete