চুরি করা কবিতা


গন্ধবতী পৃথিবী।।


পোকার রাজ্যে পৃথিবী গন্ধময়ী 

পদ্য তোমায় দিলাম আজকে ছুটি। 
পদ্যে-গদ্যে উইয়ের ঢিপি সার
কে জানে কাহার রয়েছে তাহাতে ত্রুটি ।।


পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি 

ক্ষুধার রাজ্যে ভাগাড় মন্দ নয়
নতুন বাংলা হোক ঝলসানো Frooti



যত হতভাগা বসেছে কবিতা লিখিতে 
 মরু হতে সব চলেছে এবার উটি //

পোকার কড়া পালককে আজ হানো!
প্রয়োজন নেই, উই’এর আর গন্ধমতীর—

সূর্যের আলো ফুটবেই তবে জেনো।


পোকারা উড়েছে তাই গুনগুন
শব্দ উঠেছে রাতে
টিকটিকি ব্যাঙ তাইতো
অনেক খাবার পেয়েছে পাতে


 উইএর ঢিবি ত্রুটি টা কি?
শুনেছি চাপা পড়েছিল
তাতে বাল্মীকি না কি ?

তার পদ্যে পৃথিবী রসময়
এসো দিদি, ফিরিয়ে আনি মোরা
আমাদের পৃথিবী সুগন্ধময়


বলতে পারো বল দেখি কালিদাসের ধন্ধ
ঘর পালালো জানলা গলে গেরস্ত রইল বন্ধ


 গেরস্ত যে নিজের ধন্দে
রোয়ছে সদাই বন্ধ
নেতৃবৃন্দের কুটিল নীতি

করেছে মোদের অন্ধ।

একটু রাজনীতির গন্ধ !!

 শুধু একটু গন্ধ?


গন্ধের দূরভিসন্ধি তে জমে গেছে প্রতিটা রন্ধ্র


ঝামা খুঁজছি


ঘষে মেজে দেখতে হবে 


কোথায় কোথায় ঢেকে আছে 


দুর্নীতির খানা খন্দ ।।



 শুনেছ কী বলে গেল সীতারাম বন্দ‍্যো

আকাশের গায়ে নাকি টক্ টক্ গন্ধ?



 টক টক থাকে না কো হলে পরে 

বৃষ্টি তখন দেখেছি চেখে একেবারে মিষ্টি।।



এবার হয়েছে সময় ডিনারের 

নামুক থালা -ঘটি -বাটি 

দিদি হচ্ছেন বিরক্ত , তাই 

মানে মানে কাটি

একটুও নয় দাঁড়াও গো ভাই / 


ভাগ করে খাই যা পাই চাটিপুটি //

ভাগাড় তবে ভাগাড়ে থাক / 

কবতে লেখায় পেট ভরে যাক //

1 comment:

  1. Excellent. তবে চুরি টা কোথায়

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency