মা ঠাকুমা বকা দিত
কালী মাখা খোকা টি কে।
বড়ো হয়ে ঢুকলো সে যে
মন্দির , যেখানে থাকে মা কালী ।
পূজার জাইগায় জোড়া হাতে
ভজে সবে মা কালী মা কালী ।
এইটা দাও ওইটা দাও
দাও দাও মা কালী ।
কালিমা যুক্ত হৃদয় মোদের
মদের নেশার ঘোরে থাকি।
মা যা করার সে ত করবেই
মোরা কেনো লড়ে মরি।
দোলে খেলে রঙ মেখে
নীল লাল কালো কালী
মোরা সবাই এক হয়ে
এসো প্রণমি মা কালী।
মোরা সবাই এক হয়ে
এসো প্রণমি মা কালী।
অনুপ মুখার্জি "সাগর"
Both poems are beautifully written.
ReplyDelete