প্রণমি মা কালী।

প্রণমি মা কালী।

হাতে কালী মুখে কালী
খোকা আমার পড়ে এলি
জামায় কালী বই ও কালী
নষ্ট সব করে এলি।

মা ঠাকুমা বকা দিত
কালী মাখা খোকা টি কে।
বড়ো হয়ে ঢুকলো সে যে
মন্দির , যেখানে থাকে মা কালী ।

পূজার জাইগায় জোড়া হাতে
ভজে সবে মা কালী মা কালী ।
এইটা দাও ওইটা দাও
দাও দাও মা কালী ।

কালিমা যুক্ত হৃদয় মোদের
মদের নেশার ঘোরে থাকি।
মা যা করার সে ত করবেই
মোরা কেনো লড়ে মরি।

দোলে খেলে রঙ মেখে
নীল লাল কালো কালী
মোরা সবাই এক হয়ে
এসো প্রণমি মা কালী।


অনুপ মুখার্জি "সাগর"

1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency