আমার কালী তোমার কালী
মোরা সবাই হলাম বাঙালি
পুজী মোরা দুর্গা আর কালী।
ছড়িয়ে আছি দেশ বিদেশে
জড়িয়ে আছি সাহিত্য, নাটক,
ফুটবল, চা আর কালী বাড়ি তে।
আমার কালী তোমার কালী
লড়াই করি খালি খালি।
কালী বাড়ি মায়ের বাড়ি
আর আমরা করি শুধু আড়ি
আমার কালী তোমারও কালী
তবে কেনো ঠেলা ঠেলি ।
এসো সবে হাত লাগাই
নিজের সমাজ নিজের জাতি
গড়ে তুলি নিজের হাতে
নিজেদের মায়ের বাড়ি।
মা কে নিয়ে কাড়াকাড়ি
অধিকার আর শক্তির মারামারি
আসুন সবে এ সব বন্ধ করি
গালাগালি না, করি আমরা কোলাকুলি।
আর আমরা করি শুধু আড়ি
আমার কালী তোমারও কালী
তবে কেনো ঠেলা ঠেলি ।
এসো সবে হাত লাগাই
নিজের সমাজ নিজের জাতি
গড়ে তুলি নিজের হাতে
নিজেদের মায়ের বাড়ি।
মা কে নিয়ে কাড়াকাড়ি
অধিকার আর শক্তির মারামারি
আসুন সবে এ সব বন্ধ করি
গালাগালি না, করি আমরা কোলাকুলি।
Good
ReplyDeleteBeautifully written with deep message
ReplyDeleteSo well expressed
ReplyDelete