আমি রিক্ত, আমি তিক্ত, আমি সিক্ত
আমি রিক্ত, নই আমি তিক্ত ,
দুনিয়ার ঝড়ঝাপটা অতিরিক্ত,
তার দাপটে আমি বিরক্ত ,
অযথা তর্ক তে আমি নির্লিপ্ত
ঝড়ের আঘাতে আঘাতে
হয়েছি আমি রিক্ত।
সময়ের উত্তাল ঢেউ মাত্রারিক্ত,
ভাসিয়ে নিয়ে যায় দিগ্বিদিকে ,
নোন জলে করে আমায় সিক্ত।
কাল এর ষড়যন্ত্র তে আমি ভুক্ত,
ভবিষ্যতের শঙ্কায় আমি ত্রস্ত ,
প্রারব্ধের নির্ধারণে আমি অসমর্থ,
তবুও আমি কী শুধুই তিক্ত?
তিক্ততা থেকে হয়েছি যে মুক্ত ,
মুক্তির বাসনা তে আমি সিক্ত ,
অন্তিম লক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে,
আমি যে আজ নিমজ্জিত।
আজ আমি অনেক নিশ্চিত ,
তাই আজ আমি নিশ্চিন্ত ,
কে, কখন, কবে, কেন, কী করে,
উৎকট যতো প্রশ্নে, নই যে চিন্তিত।
রিক্ততা তে আমি এখন সম্পূর্ণ,
সম্পূর্ণতা তে আমি যে সন্তুষ্ট
সন্তুষ্টি তে আমি সিক্ত
তবুও যে কেনো,
কখনো মনে হয়ে
কিছু হয়তো তিক্ত,
কিছু হয়তো রিক্ত।
Expressed the sentiments nicely.
ReplyDelete