ডাইনি মারার আনন্দ
ডাইনি ডাইনি বলে ডাক দিলেই তো হলো
ডাইনি, সেটা প্রমাণ কই?
ডাইনি? প্রমাণ মুখাপেক্ষী তো নাই,
বললেই হলো, ঐ যায় ডাইনী।
এবার ইঁট মার, ইঁট মার
মার ডাইনি, মার ডাইনি
ডাইনি, সেটা প্রমাণ কই?
ডাইনি? প্রমাণ মুখাপেক্ষী তো নাই,
বললেই হলো, ঐ যায় ডাইনী।
এবার ইঁট মার, ইঁট মার
মার ডাইনি, মার ডাইনি
ডাক দিলেই তো হলো
ডাইনি, সেটা প্রমাণ কই?
বললেই হলো,
এবার ইঁট মার, ইঁট মার
মার ইঁট, মার মার, ইঁট মার
দুহাত তুলে নাচে কিছু,
যেন দেখে সতী দাহ এর উল্লাস
নির্বিচারে, নির্দ্বিধায়, নির্লজ্জ ভাবে,
মেয়েদেরই তো তুলে দিতাম,
স্বামীর সাথে জ্বলন্ত চিতায়,
ভুরি ভোজন দিয়েছি গ্রাম জুড়ে,
সতি দাহ এর মোচ্ছবে।
ডাইনী, হোক, বা না হোক ,
ডাইনি, সেটা প্রমাণ কই?
বললেই হলো,
এবার ইঁট মার, ইঁট মার
মার ইঁট, মার মার, ইঁট মার
দুহাত তুলে নাচে কিছু,
যেন দেখে সতী দাহ এর উল্লাস
নির্বিচারে, নির্দ্বিধায়, নির্লজ্জ ভাবে,
মেয়েদেরই তো তুলে দিতাম,
স্বামীর সাথে জ্বলন্ত চিতায়,
ভুরি ভোজন দিয়েছি গ্রাম জুড়ে,
সতি দাহ এর মোচ্ছবে।
ডাইনী, হোক, বা না হোক ,
তুলে যখন নিয়েগেছি ভাগাড়ে
তার মসৃণ গালে হাত তো বুলিয়েছি,
নরম বুক টা তার, এক বার অন্তত,
পিসে দিয়েছে লোভী আঙ্গুল গুলো।
দেশের কিছু সংবাদ মাধ্যম
উল্লাসে নাচছে, এই নষ্টর খেলা তে,
কিছু মানুষ লোলুপ দৃষ্টি তে দেখছে
একটি রুপসি নারী কি ভাবে
কত রকম ভাবে হেনস্থা করা যায়
দেখ, দেখ, সবাই ছিঁড়ে খাচ্ছে,
সংবাদ মাধ্যাম এর আকর্ষণ,
কি ভাবে, কে, আর কখন,
তাকে ধরতে পারে,
কার হাত, ক্যামেরা
এযে সেই আদিম লালসার নতুন রুপ,
আদিম সতী মোচ্ছব এর আধুনিক মান।
সামনে বিহারি নির্বাচন, আর কিছু তো নাই,
ভিড় লাগাও ডাইনী মারতে,
পথে যে ভোটের বাক্স,
ভিড় পাঠাও সেই বক্সে।
ডাইনী যদি সে না হয়?
কি তফাৎ? আজকের কাজ তো হল।
আদলাত যদি তাকে নির্দোষ বলে?
কি তফাৎ? আজকের ভোট তো হল।
অপমানিত তাকে কেন?
সে যে অবলা না, সে যে দুর্বল না।
সে কেন আত্মহত্যা করল না,
অনেকেই তো করেছে।
সে যে স্বাধীন, টাই যে দোষী।
শাস্তি তার পাওনা,
সমাজের ঠিকাদার আমরা,
দিই একেই, ডাইনী নাম,
পাথর মেরে, খাই কটি পান ।
এস ভাই সব, মেরুদণ্ড হীন।
মেরে যাও একটি পাথর,
নৃশংসও কিছু আনন্দ
তার মসৃণ গালে হাত তো বুলিয়েছি,
নরম বুক টা তার, এক বার অন্তত,
পিসে দিয়েছে লোভী আঙ্গুল গুলো।
দেশের কিছু সংবাদ মাধ্যম
উল্লাসে নাচছে, এই নষ্টর খেলা তে,
কিছু মানুষ লোলুপ দৃষ্টি তে দেখছে
একটি রুপসি নারী কি ভাবে
কত রকম ভাবে হেনস্থা করা যায়
দেখ, দেখ, সবাই ছিঁড়ে খাচ্ছে,
সংবাদ মাধ্যাম এর আকর্ষণ,
কি ভাবে, কে, আর কখন,
তাকে ধরতে পারে,
কার হাত, ক্যামেরা
এযে সেই আদিম লালসার নতুন রুপ,
আদিম সতী মোচ্ছব এর আধুনিক মান।
সামনে বিহারি নির্বাচন, আর কিছু তো নাই,
ভিড় লাগাও ডাইনী মারতে,
পথে যে ভোটের বাক্স,
ভিড় পাঠাও সেই বক্সে।
ডাইনী যদি সে না হয়?
কি তফাৎ? আজকের কাজ তো হল।
আদলাত যদি তাকে নির্দোষ বলে?
কি তফাৎ? আজকের ভোট তো হল।
অপমানিত তাকে কেন?
সে যে অবলা না, সে যে দুর্বল না।
সে কেন আত্মহত্যা করল না,
অনেকেই তো করেছে।
সে যে স্বাধীন, টাই যে দোষী।
শাস্তি তার পাওনা,
সমাজের ঠিকাদার আমরা,
দিই একেই, ডাইনী নাম,
পাথর মেরে, খাই কটি পান ।
এস ভাই সব, মেরুদণ্ড হীন।
মেরে যাও একটি পাথর,
নৃশংসও কিছু আনন্দ
তোমরাও নিয়ে যাও।
১১ সেপ্টেম্বর ২০২০।
একদম ঠিক। মিডিয়া তারপর ডাইনি বলে নিজের ঢাক পিটিয়ে যাচ্ছে, আর গাধার পাল ধেঁচু ধেঞ্চু বলে উদের পেছনে পেছনে।
ReplyDeleteএকদম ঠিক। আজকের পরিস্থিতি তুলে ধরেছেন কবিতা মাধ্যমে। খুব ভালো
ReplyDelete