উফফ থাক না
যন্তৃনা থেকে মুক্তি আমরা সবাই চাই অথচ অস্ত্রোপচার টা যদি প্রতিবেশীর ওপর দিয়ে হয় তো সেটিই শ্রেয়। এই রোগেই আজ আমরা ভুগছি। আমরা সমাজ আর সামাজিক কাঠামোর পতনের আলোচনা করিয়া শান্ত থাকি। তার জনিত দূর্বলতার লাভের অংশ নিতে পিছপা হইনা। আমরা সেই পচা কাঠামো পাল্টানোর কষ্ট টার প্রতি সহিষ্ণুতা রাখিনা।
আজ আমরা আবার ঠিক করলাম, পচা কাঠামো টাই থাক। চেনা কষ্ট তো।
কাজেই, উফফ, থাকনা। কেনো গন্ডগোল করো বলো তো।
অনুপ মুখার্জী "সাগর"
Beauty
ReplyDeleteসুন্দর।
ReplyDeleteসত্যিই আমরা সবাই একটা একটা পচা কাঠামো জড়িয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছি।
ReplyDelete