ছোট্ট বেলার ছোট্ট স্বপ্ন
আমি বড়দের মতন হবো।
রেগে গেলেই বলতাম সবে,
বড়ো হবো, জঙ্গলে যাবো।
রাস্তার শুরুতেই হাতছানি যেন
ডাকতো দূর থেকে, জানো।
একটু একটু করে সেই
আমার ছোট বেলা,
হাত থেকে ফস্কে গেলো।
বড়ো হবার চেষ্টা টাই,
ঠায় আমার সাথী হলো।
বড়ো হলাম, ধীরে ধীরে,
একটু বড়ো, আরো বড়ো।
স্বপ্ন গুলো সব আছড়ে পড়লো
সমুদ্র সৈকত এর ধূলিকণা,
কখনো যেমন ঝড় উড়িয়ে নিয়ে
সৈকতেই আছড়ে পড়ে, সেই কনা।
আবার কখনো ভাঁটার টানে
চলে যায় সমুদ্র গহবরে,
বড় ঢেউ আবার ছুঁড়ে ফেলে,
সৈকত এ সেই ধুলোকনা কে।
স্বপ্নের সেই জগা খিচুড়ি,
ফুটে চলেছে আজও,
বড়ো হওয়া যে সীমা হীন,
সে তো বুঝলো না, সেদিনের
সেই ছোট্ট শিশু টি, আজও।
আকাশ পানে হাত বাড়ায়,
কোন অদৃশ্যশক্তির ত্বরে,
কে হাত ধরে টেনে নেবে,
এক বার আলিঙ্গন করে,
কে বলবে, তুই তো আজ বড়ো।
সেই দিন টির অপেক্ষায়,
বুড়ো হওয়া ছোট্ট শিশু টি,
দেখে যাচ্ছে স্বপ্ন কিছু,
আকাশ গড়ে নিজের মত,
বিশ্ব রচনা, তাও নিজের।
ছোট বেলার স্বপ্ন বহু,
দেখা বন্ধ কখনো হয়নি,
যাত্রার শেষে হাতছানি দেখে
প্রথম মাইল ফলক টির।
অনুপ মুখার্জী "সাগর"
Very Beautifully written poem about life cycle
ReplyDeleteVery beautiful
ReplyDelete