গুবলির জন্য
মার্চ ২৮ ২০২০।
করোনা তে বন্ধ কচি কাঁচা দের জন্য
বাড়ি আছো? ইস্কুল বন্ধ ?
রাতে জেগে, দিনে ঘুম ?
গাড়ি নেই রিস্কা নেই,
বাইরে যাওয়া মানা।
দুষ্টুমি করলে মা বকে,
না করলে আমি থাকি কি করে !
খেলা করো নিজে নিজে
নিজের পুতুল, গাড়ি, আর ক্লে
সাথে আছে আরো অনেক
তাকিয়ে দেখো সব দিকে।
আছে ডোরেমন, পিকাচু,
ডোনাল্ড ডক, আর মিকি মাউজ।
আরো আছে, দেখো, নন্টে ফন্টে,
গল্প বোলো এদের কে,
এদের নিয়ে গল্প বানাও।
কবিতা শেখাও এদের কে ,
হারাধনের দশটি ছেলের।
শেখাও এদের টুইঙ্কল ষ্টার,
আর শেখাও এক দুই তিন।
টিচার হয়ে তুমি ওদের
নাচ দেখি তা ধিন ধিন।
Very nice. Children don't know about these characters. It's time to explore for tgem
ReplyDelete