লজ্জা

লজ্জা
হরিয়ানার গুরুগ্রাম এ একটি ঘটনা ঘটলো। যেটা আমাকে চিন্তায় ফেলে দিল। আমার প্রতিক্রিয়া আমি ব্যাক্ত করলাম ।
এক মহিলা হঠাৎ কিছু কম বয়েসি মেয়েদের জামা কাপড়ে আপত্তি করলো। মেয়েগুলি আপত্তি ফুৎকারে উডিয়ে দিতে সেই মহিলা কিছু ছেলেদের ডেকে তাদের বললো, তোমরা এই মেয়ে গুলো কে ধর্ষণ করো কারণ মেয়েগুলো তাই চাইছে আর তাদের সেটাই প্রাপ্য !! 

আমি কিছু উন্নত মানুষের উন্নতির সাথে পরিচিত।
অনেক কঠিন বিশ্বে, উন্নত হয়ে উন্নত হওয়া।


লজ্জা পাই এদের এই একবিংশ শতাব্দী তে দেখে।
Image result for photo of girl shamedদরকার আজ, একটি প্রজন্মের দাঁড়ানো এদের চোখে চোখ রেখে ।

কিশোরীর পা দেখে এই প্রৌঢ় দের হিংসা হয়ে
না কি, নিজের বঞ্চিততার অসমর্থতা, তাই এই  ক্রূরতা।

নিজের নাভির নিচের নেমে যাওয়া শাড়ি এরা দেখেনা
খোঁজে  ধর্ষণের  কারণ কিশোরীর ছোট স্কার্ট দেখতে চায়না।

রুমাল এর কাপড় দিয়ে যারা ব্লাউজ করায় নিজেরা
শ্রাপ দিচ্ছে তারা কিশোরীকে,  দেখে তার শার্ট পরা।

 লজ্জিত আমি, হইতো তুমিও ভাই, 
জেনে এই দুর্ঘটনা।


এসো ভাই সবে, হতে মেলাই হাত,
কাঁধে মিলুক মানুষের কাঁধ,
জেগে উঠুক সবার সুষ্ঠ ও সুস্থ চেতনা
করি লজ্জিত এই নীচ ভাবনা।

 †******"""""

1 comment:

Know Thyself. Only You know yourself through you internal Potency