কুয়াশা

 কুয়াশা



কুয়াশা, শীতের কুয়াশা,

ভোর বেলা, সন্ধ্যে বেলা,

রাত গভীর, ঘন কুয়াশা, 

সব যেন ধোঁয়াশা।

কিছুই দেখা যায়না,

চারিদিক অন্ধকার।


আবার কারো চিন্তায়,

শুধু ভরা কু আশা, 

শুধু স্বার্থ, ছিনিয়ে নেওয়া,

নিজের পাওয়ার আশা।

সেই মানুষ ও দেখে 

চোখ খোলা, তাও শুধু

চারিদিকে অন্ধকার,

কু আশা তে ভরা,

ধোঁয়া ঘেরা পৃথিবী,

চারিদিক অন্ধকার।


অনুপ মুখার্জী "সাগর"



3 comments:

  1. একদম ঠিক, মনের কুয়াশা মেটানো খুবই কঠিন

    ReplyDelete
  2. Mathar madhye kuasha

    ReplyDelete

Know Thyself. Only You know yourself through you internal Potency