হরিপদর স্বপ্ন
১১ এপ্রিল ২০২০
এক যে ছিল আপিস
ছিল অনেক লোক ,
কিছু ছিল অনেক মানী
কিছু আবার 'সব জানি' ।
আর ছিল হরি পদ কেরানি,
করেনা কোনো কাজ
মশা মাছি মারে বসে বসে
কাজের নামে মাথায় বাজ।
কাজের নামে মাথায় বাজ।
হরিপদ কেরানি,
বসে দেয় ঘুম
থাকে সব সময় সে
স্বপ্ন তে নিঝুম।
বসে দেয় ঘুম
থাকে সব সময় সে
স্বপ্ন তে নিঝুম।
স্বপ্ন দেখে সে নিজেকে,
রাজ্যের মুখ্য মন্ত্রী
তার কথায় ওঠে বসে
যত যন্ত্রী আর ছোট মন্ত্রী।
ডাকে সে গদি তে বসে
নিজের সাগরেদ দের কে
গিয়ে ধরে আন এখুনি
রাজ্যের মুখ্য মন্ত্রী
তার কথায় ওঠে বসে
যত যন্ত্রী আর ছোট মন্ত্রী।
ডাকে সে গদি তে বসে
নিজের সাগরেদ দের কে
গিয়ে ধরে আন এখুনি
আপিস এর মালিক, দে।
আমি ছিলাম তার কাছে,
ছোট্ট এক কেরানি,
কাজ করতাম যত পারতাম
তাও দিতো শুধু কেলানি।
আজ হয়েছি আমি মন্ত্রী
ছোট না গো, একদম মুখ্য ,
ডেকে তাকে বোঝাতে হবে
সেই হলো একটি মূর্খ।
তার আপিস টি দেখো ঝেড়ে,
সরকার এবার নেবে কেড়ে ,
বুঝবে বেটা কি হয়ে
কথা বলে বেড়ে বেড়ে।
কি হলো দাঁড়িয়ে কেন
আমি ছিলাম তার কাছে,
ছোট্ট এক কেরানি,
কাজ করতাম যত পারতাম
তাও দিতো শুধু কেলানি।
আজ হয়েছি আমি মন্ত্রী
ছোট না গো, একদম মুখ্য ,
ডেকে তাকে বোঝাতে হবে
সেই হলো একটি মূর্খ।
তার আপিস টি দেখো ঝেড়ে,
সরকার এবার নেবে কেড়ে ,
বুঝবে বেটা কি হয়ে
কথা বলে বেড়ে বেড়ে।
কি হলো দাঁড়িয়ে কেন
সাগরেদ তোমাদের কি হলো?
ভয় পাও কি আপিস ওয়ালা কে
সাথে নাও পুলিশ গুলো।
যাও এখুনি ঘোড়ায় চড়ে
পুলিশ লস্কর ফৌজি নিয়ে,
আন্তে বললে বেঁধে আনবে
আসবে মানুষ টাকে নিয়ে।
স্বপ্নের সাগরেদ সেলাম ঠুকে
হরি পদ কেরানি কে
হাঁক ডাক করে ডাকে
সেনাপতি আর কোতোয়াল কে।
মুখ্য মন্ত্রীর ইচ্ছে হুকুম
তামিল হোক তামিল হোক,
চলো সবে লস্কর নিয়ে,
ধরে যান আপিস লোক।
সেনাপতি কহে ডাকে,
হক সবে সাবধান,
কোতোয়াল বাজায় বিগুল
সৈন্য দাড়াঁয় টান টান।
বিগুল এর শব্দ শুনি
হরিপদর ঘুম ভাঙে
দেখে সামনে চাপরাশি,
দাঁড়িয়ে আছে মিলন পান্ডে।
মিলন কহে হরি পদ,
সাহেব দেখেছে তোমার ঘুম
এবার তুমি যায় ওনার কাছে
দিবে পিঠে দুম দুম।
সাহেবের ভয়ে হরি পদ
কাঁপে দেখো থরো থরো,
সাহেবএর সামনে কান ধরে
ওঠ বস করে, মাফ করো।
কখনো আর করবোনা,
আপিস এ বসে ঘুমোবো না
এবার টির মতো মাফ করো,
আর আমি স্বপ্ন দেখবো না।
ভয় পাও কি আপিস ওয়ালা কে
সাথে নাও পুলিশ গুলো।
যাও এখুনি ঘোড়ায় চড়ে
পুলিশ লস্কর ফৌজি নিয়ে,
আন্তে বললে বেঁধে আনবে
আসবে মানুষ টাকে নিয়ে।
স্বপ্নের সাগরেদ সেলাম ঠুকে
হরি পদ কেরানি কে
হাঁক ডাক করে ডাকে
সেনাপতি আর কোতোয়াল কে।
মুখ্য মন্ত্রীর ইচ্ছে হুকুম
তামিল হোক তামিল হোক,
চলো সবে লস্কর নিয়ে,
ধরে যান আপিস লোক।
সেনাপতি কহে ডাকে,
হক সবে সাবধান,
কোতোয়াল বাজায় বিগুল
সৈন্য দাড়াঁয় টান টান।
বিগুল এর শব্দ শুনি
হরিপদর ঘুম ভাঙে
দেখে সামনে চাপরাশি,
দাঁড়িয়ে আছে মিলন পান্ডে।
মিলন কহে হরি পদ,
সাহেব দেখেছে তোমার ঘুম
এবার তুমি যায় ওনার কাছে
দিবে পিঠে দুম দুম।
সাহেবের ভয়ে হরি পদ
কাঁপে দেখো থরো থরো,
সাহেবএর সামনে কান ধরে
ওঠ বস করে, মাফ করো।
কখনো আর করবোনা,
আপিস এ বসে ঘুমোবো না
এবার টির মতো মাফ করো,
আর আমি স্বপ্ন দেখবো না।
অনুপ মুখার্জি "সাগর"
Ending ta aro bhalo howa uchit chilo
ReplyDeleteটাইটেল টা হরিপদের স্বপন হলে কেমন হয়।
ReplyDeleteVery smooth reading. Horipodo Clerk is coming alive in the story. great
ReplyDelete