কোনো ভাষা সাম্রাজ্য বাদী ভাষা না।
কোন জাতি বা ভাষা কে বাঁচতে হলে সর্ব প্রথম দরকার নিজের বর্তমান টি কে মজবুত ও গর্বিত করে তোলার। এ দায়িত্ব কোন সরকারের বিশেষ করে ভারতের মতন এক বহু ভাষী বহু বৈচিত্র্য তে ভরা দেশের কেন্দ্রীয় সরকার এর ঘাড়ে চাপিয়ে নিজের কাঁধ ঝেরে ফেলা নিজেকে আরও দুর্বল করা। মনে রাখা উচিত 'মারিলে ঠাকুর, না মারিলে কুকুর'। যদি একটু সভ্য ভাষায় বলি তাহলে বলতে হবে 'সবলে পুজে সবে, দুর্বলে শুধু করুনা'। বাঙালি জাতি সত্তা আজ কোথায়? শরণার্থী পাঞ্জাব থেকেও এসেছিল, পূর্ব বঙ্গ থেকেও, তাদের আজ তুলনামুলক অবস্থা কী আর বাঙালী সমাজ নিজে কী করেছে গত সাত দশকে ? আমাদের নেতারা বিস্ব বা দেশ নিয়ে যা চিন্তা করে বা করেছে, তার অর্ধেক ও যদি জাতি এবং প্রদেশ নিয়ে করত তো আমরা অন্য অবস্থা তে হতাম। কেন্দ্রীয় সরকার কে আমরা বাংলা ভাষা বিরোধী বলছি। কেউ কেউ আবার হিন্দি ভাষা টা কেই 'সাম্রাজ্যবাদী' ভাষা বলে! আজ কত বাংলা ভাষী আছে ভারতে যারা নিজেদের ভাষার ওপর গর্ব করা ভুলে গেছি? আজ কত পরিবার আছে যারা সন্তান কে হাত, পা, নাক, চোখ, হাঁটু আর কনুই না শিখিয়ে hand, leg, nose, eye, knee and elbow শেখায়ে? নিজে কে আমি সম্মান না করলে সে দোষ আমার, নিজের ভেতর টা খুঁজে দেখতে হবে। খামোকা দোষী খোঁজার নাটক আর কমিটি আর আলোচনা পর্ব আর তারপর মিছিল করে কোন লাভ নেই
অনুপ মুখার্জী "সাগর"
Comments
Post a Comment