একটা নতুন তারা জন্ম নিলো

 একটা নতুন তারা জন্ম নিলো 


একটা নতুন তারা আজ জন্ম নিলো ।
কত তারা পড়ে যায়ে কত নতুন জন্মায়।
কত তারা জানিনা পড়ল পৃথিবী তে ।
কত তারা রোজ বিদায় জানায়ে ।

আজ একটা তারা বিদায় জানাল ।
আকাশে একটা নতুন তারা জন্ম নিলো ।
সেখানের কিছু তারা ছিল অপেক্ষায় ।
তারাগন করিল বরণ, আজকের নবজাত তারা।

আমরা তো আহত, অপ্রত্যাশিত বিদায় তে । 
আমাদের অগ্রজ, আজ চির বিদায় নিলো । 
যারা ছিল আপন, হল তারা পর ।
গেল সে পূর্বসূরি দের কাছে, ছাড়িল সব সত্বর।

নীল, শুভ্র আকাশ, কখন মেঘাছন্ন, কালো, ধুসর।
সেই আকাশের তারা হয়েগেল, আমার অগ্রজ।
মান অভিমান, অধিকার, কর্তব্য, সব ছাপিয়ে,
চলে গেল, সে শেষ বারের মতন, আমাদের কাঁদিয়ে।

থাকো হে তুমি এবার, হরিচরন শরনে ।
থাকিব আমরা, তোমাকে রাখিয়া স্মরনে ।
থাকো হে তুমি, পিতা, মাতা, খুড়ো, সবার সেবায়\।
মোদের জায়গা টি রেখো বিধাতার থেকে কাড়িয়া।

যেন মিলিত হই নির্মল, হরিচরণে ।
আজ যে তারা টি হইয়া তুমি ব্যথিলে সবার মনেরে,
কাল সেই তারা হইয়া বরশিত কর সবারে শুভাশিস,
তুমি, আশিস, আরে আসিবে না, মোরা তাও কই, 
ভাই আশিস, দাদা আসিস।

ডাকিস মোদের কে, খেলিব মোরা, 
সেই হারিয়ে যাওয়া দিনের খেলা গুলি, 
ডাকিস মোদের, বসিব মোরা, সেই আসরে,
কহিব সবাই সেই নির্ভেজাল, অন্তহীন গল্প গুলো।

চলে আয় রে দাদা, 
চল ফিরে চলি ,
তারা হতে কেন গেলি, 
থাকতিস ভালো মোদের সাথ।
অনুপ কুমার মুখার্জি 
২৫ আগস্ত, ২০১৯
আমার দাদা শ্রী আশিস মুখারজির পহাপ্রয়াম উপলক্ষে


******************************************৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮

No comments:

Post a Comment

Know Thyself. Only You know yourself through you internal Potency